ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা এক ব্যক্তিকে পিটিয়ে আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচে নিমগাছ কাটায় বাধা দেওয়া ও পূজার চাঁদা না দেওয়ায় খুলনা বিভাগীয় হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক রানা বাঁশফোড়কে (২৬) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পিলখানার পেছনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত রানা বাঁশফোড় চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচের এলাকার স্বর্গীয় শ্রী রামুনাথ বাঁশফোড়ের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে সরকার দলীয় দুজন নেতার নাম ভাঙিয়ে কালীপূজার চাঁদা দাবি করেন বড়বাজারের মাছের ব্যবসায়ী বাবুলাল, লস্কর শিমুল ও বড় বাজারের মুরগির ব্যবসায়ী সজল। রানা বাঁশফোড় তাঁদের টাকা দিতে অস্বীকার করেন। পরে বাবুলাল, লস্কর শিমুল ও সজল সন্ধ্যার দিকে আবার রানা বাঁশফোড়ের এলাকাতে আসেন এবং ব্রিজের নিচে থাকা দুটি নিমগাছ কেটে নিয়ে যেতে চান। এ সময় রানা বাঁশফোড় তাঁদের গাছ কাটতে বাধা প্রদান করেন। এ ঘটনার পর গতকাল সোমবার সকালে রানা বড় বাজারে বাজার করতে গেলে তাঁকে পিলখানার পেছনে ডেকে নিয়ে বাবুলাল, লস্কর শিমুল, সজলসহ আরও কয়েকজন রানাকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় ব্যক্তিরা রানা বাঁশফোরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। আহত রানার পরিবারের সদস্যরা জানান, থানায় এ বিষয়ে একটি মামলা করবেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। কোনো অভিযোগও পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা এক ব্যক্তিকে পিটিয়ে আহত

আপলোড টাইম : ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচে নিমগাছ কাটায় বাধা দেওয়া ও পূজার চাঁদা না দেওয়ায় খুলনা বিভাগীয় হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক রানা বাঁশফোড়কে (২৬) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পিলখানার পেছনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত রানা বাঁশফোড় চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচের এলাকার স্বর্গীয় শ্রী রামুনাথ বাঁশফোড়ের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে সরকার দলীয় দুজন নেতার নাম ভাঙিয়ে কালীপূজার চাঁদা দাবি করেন বড়বাজারের মাছের ব্যবসায়ী বাবুলাল, লস্কর শিমুল ও বড় বাজারের মুরগির ব্যবসায়ী সজল। রানা বাঁশফোড় তাঁদের টাকা দিতে অস্বীকার করেন। পরে বাবুলাল, লস্কর শিমুল ও সজল সন্ধ্যার দিকে আবার রানা বাঁশফোড়ের এলাকাতে আসেন এবং ব্রিজের নিচে থাকা দুটি নিমগাছ কেটে নিয়ে যেতে চান। এ সময় রানা বাঁশফোড় তাঁদের গাছ কাটতে বাধা প্রদান করেন। এ ঘটনার পর গতকাল সোমবার সকালে রানা বড় বাজারে বাজার করতে গেলে তাঁকে পিলখানার পেছনে ডেকে নিয়ে বাবুলাল, লস্কর শিমুল, সজলসহ আরও কয়েকজন রানাকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় ব্যক্তিরা রানা বাঁশফোরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। আহত রানার পরিবারের সদস্যরা জানান, থানায় এ বিষয়ে একটি মামলা করবেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। কোনো অভিযোগও পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’