ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৫০ শিশুকে নিয়ে কালের কণ্ঠের জন্মদিন উদযাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের ৫০ জন শিশুকে সঙ্গে নিয়ে কেক কেটে ও শোভাযাত্রা করে চুয়াডাঙ্গায় কালের কণ্ঠের জন্মদিন উদযাপন করা হয়েছে। আংশিক নয় পুরো সত্য এই স্লোগানে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এভাবেই পালন করা হয়। শিশু শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করে। একইভাবে তারা কেক ও মিস্টান্ন খেয়ে অন্যরকম একটি দিন উপভোগ করে। শিশু শিক্ষার্থী আছিয়া, সুমাইয়া, মরিয়মসহ আরো অনেক শিশু জন্মদিনের কেক কাটায় অংশ নেয়।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা) হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার আগে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপত্বিত করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি অ্যাড. বদর উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন বাবু, চুয়াডাঙ্গা সরকারি বালিকা শিশু পরিবাররের তত্ত্বাবধায়ক রুম্মানা বিলকিস, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক আকবর ও কালের কণ্ঠ শুভসংঘের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাহানারা খাতুন টগর।

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য মিজানুর রহমান, রাতুল আহমেদ, জামান আক্তার, আক্তারুল ইসলাম আক্তার, রুবেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও শুভসংঘের সদস্য শেখ লিটন ।

আলোচনা সভার প্রধান অতিথি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী বলেন, ‘প্রকৃত আনন্দ উপভোগ করে শিশুরা। তাদের নিয়ে কালের কণ্ঠের জন্মদিন পালনের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। সব বাবা মা যেমন তার সন্তানের মুখে হাসি ফোটাতে চান তেমনই কালের কণ্ঠ আজ চুয়াডাঙ্গা শিশু পরিবারের শিশুদের মুখে হাসি ফুটিয়েছে। তারা কেক কেটে মিস্টি খেয়ে ছবি তুলে আনন্দ করেছে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক দেখে মনে হয়েছে তারা তাদের কোনো প্রিয়জনের জন্মদিন পালন করছে। আয়োজনটি শিশুদের মুগ্ধ করেছে বলেই তা হয়েছে একেবারে অন্যরকম আয়োজন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ৫০ শিশুকে নিয়ে কালের কণ্ঠের জন্মদিন উদযাপন

আপলোড টাইম : ০৭:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের ৫০ জন শিশুকে সঙ্গে নিয়ে কেক কেটে ও শোভাযাত্রা করে চুয়াডাঙ্গায় কালের কণ্ঠের জন্মদিন উদযাপন করা হয়েছে। আংশিক নয় পুরো সত্য এই স্লোগানে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এভাবেই পালন করা হয়। শিশু শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করে। একইভাবে তারা কেক ও মিস্টান্ন খেয়ে অন্যরকম একটি দিন উপভোগ করে। শিশু শিক্ষার্থী আছিয়া, সুমাইয়া, মরিয়মসহ আরো অনেক শিশু জন্মদিনের কেক কাটায় অংশ নেয়।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা) হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার আগে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপত্বিত করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি অ্যাড. বদর উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন বাবু, চুয়াডাঙ্গা সরকারি বালিকা শিশু পরিবাররের তত্ত্বাবধায়ক রুম্মানা বিলকিস, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক আকবর ও কালের কণ্ঠ শুভসংঘের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাহানারা খাতুন টগর।

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য মিজানুর রহমান, রাতুল আহমেদ, জামান আক্তার, আক্তারুল ইসলাম আক্তার, রুবেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও শুভসংঘের সদস্য শেখ লিটন ।

আলোচনা সভার প্রধান অতিথি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী বলেন, ‘প্রকৃত আনন্দ উপভোগ করে শিশুরা। তাদের নিয়ে কালের কণ্ঠের জন্মদিন পালনের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। সব বাবা মা যেমন তার সন্তানের মুখে হাসি ফোটাতে চান তেমনই কালের কণ্ঠ আজ চুয়াডাঙ্গা শিশু পরিবারের শিশুদের মুখে হাসি ফুটিয়েছে। তারা কেক কেটে মিস্টি খেয়ে ছবি তুলে আনন্দ করেছে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক দেখে মনে হয়েছে তারা তাদের কোনো প্রিয়জনের জন্মদিন পালন করছে। আয়োজনটি শিশুদের মুগ্ধ করেছে বলেই তা হয়েছে একেবারে অন্যরকম আয়োজন।