ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১১দফা দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের : সমাবেশ, র‌্যালি ও স্মারকলিপি পেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • / ৪০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, চুুয়াডাঙ্গা জেলা শাখা ১১দফা দাবি নিয়ে শিক্ষক সমাবেশ, র‌্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় চুুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষক সমাবেশ ও আলোচনাসভার পর একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। দেশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জাতীয় পর্যায়ে ১১টি সংগঠন নিয়ে গঠিত জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট পূর্বের বিভিন্ন কর্মসূচির ন্যায় জাতিয় নির্দেশনা অনুযায়ী শিক্ষক সমাবেশ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, বাশিসের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ফুরকান আলী, বাকশিসের সহ-সভাপতি আজিজুল হক, রবিউল হক, জেলা বাশিসের সদস্য হাসান ইমাম, কুদ্দুস আলীসহ জেলা বাকশিস ও বাশিসের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা। শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ১১টি ভিন্ন ভিন্ন দাবীসহ শিক্ষা জাতীয়করণ, বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূণাঙ্গ উৎসব, বৈশাখী, চিকিৎসা, বাড়ি ভাড়া, পেনশন ভাতা প্রদানসহ নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত চাঁদা কর্তন বন্ধের দাবী জানানো হয়। সমাবেশে শিক্ষক কর্মচারী ফ্রন্ট চুুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ জুলাই বেলা ১১টায় দাবীর স্বপক্ষে শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেছি, গত ২৩ জুলাই বেলা ১১টায় উপজেলা সদরে দাবীর স্বপক্ষে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করছি আমরা। বক্তারা আরো বলেন আরো বলেন দাবীসমূহ না মানলে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবে। শতাধিক শিক্ষক র‌্যালি করার পর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি চুুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের হাতে হাতে তুলে দেন। এসময়  চুুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ স্মারকলিপিটি যথাযথ স্থানে পৌছানোর আশ্বাস প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ১১দফা দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের : সমাবেশ, র‌্যালি ও স্মারকলিপি পেশ

আপলোড টাইম : ০৬:০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, চুুয়াডাঙ্গা জেলা শাখা ১১দফা দাবি নিয়ে শিক্ষক সমাবেশ, র‌্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় চুুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষক সমাবেশ ও আলোচনাসভার পর একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। দেশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জাতীয় পর্যায়ে ১১টি সংগঠন নিয়ে গঠিত জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট পূর্বের বিভিন্ন কর্মসূচির ন্যায় জাতিয় নির্দেশনা অনুযায়ী শিক্ষক সমাবেশ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, বাশিসের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ফুরকান আলী, বাকশিসের সহ-সভাপতি আজিজুল হক, রবিউল হক, জেলা বাশিসের সদস্য হাসান ইমাম, কুদ্দুস আলীসহ জেলা বাকশিস ও বাশিসের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা। শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ১১টি ভিন্ন ভিন্ন দাবীসহ শিক্ষা জাতীয়করণ, বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূণাঙ্গ উৎসব, বৈশাখী, চিকিৎসা, বাড়ি ভাড়া, পেনশন ভাতা প্রদানসহ নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত চাঁদা কর্তন বন্ধের দাবী জানানো হয়। সমাবেশে শিক্ষক কর্মচারী ফ্রন্ট চুুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ জুলাই বেলা ১১টায় দাবীর স্বপক্ষে শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেছি, গত ২৩ জুলাই বেলা ১১টায় উপজেলা সদরে দাবীর স্বপক্ষে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করছি আমরা। বক্তারা আরো বলেন আরো বলেন দাবীসমূহ না মানলে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবে। শতাধিক শিক্ষক র‌্যালি করার পর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি চুুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের হাতে হাতে তুলে দেন। এসময়  চুুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ স্মারকলিপিটি যথাযথ স্থানে পৌছানোর আশ্বাস প্রদান করেন।