ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • / ১৯১ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের দাবিতে
বিশেষ প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তাঁর নিজ জেলা চুয়াডাঙ্গায় সর্বাত্মক প্রতিহতের ঘোষণা দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশ থেকে শামসুজ্জামান দুদুকে আজীবনের জন্য চুয়াডাঙ্গাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে বলা হয়, তাঁকে দেশের যেখানেই দেখা যাবে, সেখানেই প্রতিহত করবে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেই সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এর প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগ যৌথভাবে মিছিলটির আয়োজন করে। গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের পুরোনো জেলখানা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, যুবলীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চোধুরী জিপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন দেশবিরোধী শক্তিতে লিপ্ত বিএনপি-জামায়াত চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবেই দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। টকশোতে শামসুজ্জামান দুদুর বক্তব্য সেই ইঙ্গিতই বহন করে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের টকশোতে (রাজকাহন) অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেখানে তিনি আরও চার অতিথির সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বঙ্গবন্ধুর মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন, এ অভিযোগ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মূলত ‘ছাত্রদল থেকে কাউন্সিল: বিএনপির ভাবনা কী?’ বিষয়ভিত্তিক ওই টকশোতে অন্য অতিথিদের সঙ্গে কথাপ্রসঙ্গে বিএনপির আগামী দিনের কৌশলের কথা তুলে ধরে শামসুজ্জামান দুদু বলেন, ‘কৌশল হচ্ছে, আওয়ামী লীগকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনা বিদায় হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ

আপলোড টাইম : ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের দাবিতে
বিশেষ প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তাঁর নিজ জেলা চুয়াডাঙ্গায় সর্বাত্মক প্রতিহতের ঘোষণা দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশ থেকে শামসুজ্জামান দুদুকে আজীবনের জন্য চুয়াডাঙ্গাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে বলা হয়, তাঁকে দেশের যেখানেই দেখা যাবে, সেখানেই প্রতিহত করবে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেই সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এর প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগ যৌথভাবে মিছিলটির আয়োজন করে। গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের পুরোনো জেলখানা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, যুবলীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চোধুরী জিপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন দেশবিরোধী শক্তিতে লিপ্ত বিএনপি-জামায়াত চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবেই দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। টকশোতে শামসুজ্জামান দুদুর বক্তব্য সেই ইঙ্গিতই বহন করে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের টকশোতে (রাজকাহন) অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেখানে তিনি আরও চার অতিথির সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বঙ্গবন্ধুর মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন, এ অভিযোগ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মূলত ‘ছাত্রদল থেকে কাউন্সিল: বিএনপির ভাবনা কী?’ বিষয়ভিত্তিক ওই টকশোতে অন্য অতিথিদের সঙ্গে কথাপ্রসঙ্গে বিএনপির আগামী দিনের কৌশলের কথা তুলে ধরে শামসুজ্জামান দুদু বলেন, ‘কৌশল হচ্ছে, আওয়ামী লীগকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনা বিদায় হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’