ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সৌরভ ছড়াচ্ছে ‘চর্চায়ন পথপত্রিকা’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / ৪৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অগণন সাহিত্যপ্রেমী পাঠক ও দর্শকের মন জয় করে সৌরভ ছড়িয়ে চলেছে চুয়াডাঙ্গা কলেজ রোডের ওপর পান্না সিনেমা হলের পাশে স্থাপিত চর্চায়নের উপদেষ্টা সরদার আলী হোসেনের দিক নির্দেশনায় এবং কবি রিগ্যান এসকান্দার ও কবি বকুল আহমদের সম্পাদনায় ব্যতিক্রমধর্মী সাহিত্য আয়োজন ‘চর্চায়ন পথপত্রিকা’। এছাড়াও ‘চর্চায়ন পথপত্রিকা’র সম্পাদনা পরিষদে যুক্ত আছেন কবি সুমন ইকবাল, দিপু মতিয়ার, জহির আহমেদ এবং শিল্প সম্পাদনায় শিল্পী রায়হান শাহ। চুয়াডাঙ্গায় সাহিত্য চর্চার পথ সুগম করতে দৈনিক সময়ের সমীকরণ বিভিন্নমুখী প্রচেষ্টা, পরিকল্পনা ও উৎসাহ প্রদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘চর্চায়ন পথপত্রিকা’কে পৃষ্ঠপোষকতা করছে এ অঞ্চলের গণমানুষের পছন্দের পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ’। উল্লেখ্য, গত শুক্রবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের ব্যতিক্রমী আয়োজন ‘চর্চায়ন পথপত্রিকা’র উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথম দিন থেকেই ‘চর্চায়ন পথপত্রিকা’ স্থানীয় সাহিত্যপ্রেমী ও পাঠক মহলের হৃদয় মননে একটি বিশেষ স্থান করে নিয়েছে। সর্বস্তরের পাঠক-দর্শক মহলের জন্যে ‘চর্চায়ন পথপত্রিকা’র প্রদর্শনী পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় সৌরভ ছড়াচ্ছে ‘চর্চায়ন পথপত্রিকা’

আপলোড টাইম : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: অগণন সাহিত্যপ্রেমী পাঠক ও দর্শকের মন জয় করে সৌরভ ছড়িয়ে চলেছে চুয়াডাঙ্গা কলেজ রোডের ওপর পান্না সিনেমা হলের পাশে স্থাপিত চর্চায়নের উপদেষ্টা সরদার আলী হোসেনের দিক নির্দেশনায় এবং কবি রিগ্যান এসকান্দার ও কবি বকুল আহমদের সম্পাদনায় ব্যতিক্রমধর্মী সাহিত্য আয়োজন ‘চর্চায়ন পথপত্রিকা’। এছাড়াও ‘চর্চায়ন পথপত্রিকা’র সম্পাদনা পরিষদে যুক্ত আছেন কবি সুমন ইকবাল, দিপু মতিয়ার, জহির আহমেদ এবং শিল্প সম্পাদনায় শিল্পী রায়হান শাহ। চুয়াডাঙ্গায় সাহিত্য চর্চার পথ সুগম করতে দৈনিক সময়ের সমীকরণ বিভিন্নমুখী প্রচেষ্টা, পরিকল্পনা ও উৎসাহ প্রদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘চর্চায়ন পথপত্রিকা’কে পৃষ্ঠপোষকতা করছে এ অঞ্চলের গণমানুষের পছন্দের পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ’। উল্লেখ্য, গত শুক্রবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের ব্যতিক্রমী আয়োজন ‘চর্চায়ন পথপত্রিকা’র উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথম দিন থেকেই ‘চর্চায়ন পথপত্রিকা’ স্থানীয় সাহিত্যপ্রেমী ও পাঠক মহলের হৃদয় মননে একটি বিশেষ স্থান করে নিয়েছে। সর্বস্তরের পাঠক-দর্শক মহলের জন্যে ‘চর্চায়ন পথপত্রিকা’র প্রদর্শনী পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।