ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠানে কৃতী সন্তান সাহিদুজ্জামান টরিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • / ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গা কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের পক্ষ থেকে চুয়াডাঙ্গার সাংবাদিকদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত আটটায় চুয়াডাঙ্গা শহরের তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।

তিনি বলেন, ‘১৯৯৭ সালে চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমরা তিনজন বৃত্তি পেয়েছি। আব্বা অনেক কষ্টে বিদেশ পাঠিয়েছে। ৭শ ডলারের জব করতাম। পরিশ্রম করেছি জীবনে, এখনো পরিশ্রম করি।’ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার খবর আপনাদের মাধ্যমে সারা বিশ্ব জেনে যায়। চুয়াডাঙ্গার নিউজ পেলে ভালো লাগে। আপনারা যা পারবেন, আমি তা পারব না। আপনাদের কাছে অনেক কিছু আশা করি। আপনারা মডেল হবেন। হঠাৎ করে কে কখন চলে যায়। আজকে ডালিম আমাদের মাঝে নেই। আপনি সম্মান দিলে সম্মান পাবেন।’ এসময় তিনি আরও বলেন, ‘আব্বা বলতেন তোমার থেকে ওই লোক বেশি সম্মানীয়, যে তোমার দান গ্রহণ করে, তোমাকে দান করার সুযোগ দিচ্ছে। আপনার পকেটে ২০ টাকা আছে। আর একজনের কিছুই নেই। আপনি তাকে দুই টাকা দিলে সামাজিক পরিবর্তন হবে। আব্বা বলতেন, ১ শ টাকার মধ্যে ২০ টাকা মানুষের দাও, ২০ টাকা সঞ্চয় করো ও ৬০ টাকা খরচ করবা।’

টরিক বলেন, ‘সবাই সাংবাদিক হতে পারে না। সাংবাদিক তারাই হয়, যারা সমাজে বুদ্ধিদীপ্ত ব্যক্তি। সত্য কথা বলতে না পারলেও আপনি মিথ্যা বলবেন না। অনেকে ভয় পেয়ে মিথ্যা বলি। আপনারা সবাই যদি একসাথে থাকেন, তাহলে আমাদের ভালো লাগবে। নতুনরা যদি প্রথম থেকেই দেখে দুইটা গ্রুপ, তাহলে ওরা কী শিখবে। সমস্যা থাকবেই। একসাথে ছাড় দিয়ে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি আপনারা কিছু করেন। ছোট করে হলেও কিছু করতে হবে। সবার আগে পরিবার। পরিবারের সদস্যরা আপনার থেকে আশা করে। আর্থিকভাবে স্বচ্ছল হলে নিজের মন-মানসিকতা ভালো থাকে। কাজ করতে ভালো লাগে।’ আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক আরও বলেন, ‘চুয়াডাঙ্গায় অনেক ভালো ভালো মানুষের জন্ম হয়েছে। অনেক বড় বড় মানুষের জন্ম হয়েছে। কিন্তু চুয়াডাঙ্গাকে তুলে ধরতে চায় না। আমি যা কিছু করব, সব চুয়াডাঙ্গাতে করব। আমাদের দেশের মানুষ কাজ করুক। ভালো কিছু করুক।’

সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সিনিয়র সাংবাদিক শেখ সেলিম, অ্যাড. মানিক আকবর ও সিডনি প্রবাসী চিৎলা গ্রামের ছেলে রাসেল।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, সিনিয়র সাংবাদিক অ্যাড. শরিফ উদ্দীন হাসু, শাহ আলম সনি, ফাইজার চৌধুরী, এম এম আলাউদ্দীন, আহাদ আলী মোল্লা, ইসলাম রাকিব, মফিজ জোয়ার্দ্দার, চিত্তরঞ্জন সাহা চিতু, রুহুল আমিন রতন, জামান আক্তার, কামরুজ্জামান সেলিম, খাইরুল ইসলাম, মাহফুজ মামুন, সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, সুস্থির আজাদ, খাইরুজ্জামান সেতু, উজ্জ্বল মাসুদ, জিসান আহমেদ, মেহেরাব্বিন সানভী, অনিক চক্রবর্তী, সনজিত কর্মকার, আহসান আলম, সাইফ জাহান, রুদ্র রাসেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠানে কৃতী সন্তান সাহিদুজ্জামান টরিক

আপলোড টাইম : ০৮:০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গা কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের পক্ষ থেকে চুয়াডাঙ্গার সাংবাদিকদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত আটটায় চুয়াডাঙ্গা শহরের তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।

তিনি বলেন, ‘১৯৯৭ সালে চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমরা তিনজন বৃত্তি পেয়েছি। আব্বা অনেক কষ্টে বিদেশ পাঠিয়েছে। ৭শ ডলারের জব করতাম। পরিশ্রম করেছি জীবনে, এখনো পরিশ্রম করি।’ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার খবর আপনাদের মাধ্যমে সারা বিশ্ব জেনে যায়। চুয়াডাঙ্গার নিউজ পেলে ভালো লাগে। আপনারা যা পারবেন, আমি তা পারব না। আপনাদের কাছে অনেক কিছু আশা করি। আপনারা মডেল হবেন। হঠাৎ করে কে কখন চলে যায়। আজকে ডালিম আমাদের মাঝে নেই। আপনি সম্মান দিলে সম্মান পাবেন।’ এসময় তিনি আরও বলেন, ‘আব্বা বলতেন তোমার থেকে ওই লোক বেশি সম্মানীয়, যে তোমার দান গ্রহণ করে, তোমাকে দান করার সুযোগ দিচ্ছে। আপনার পকেটে ২০ টাকা আছে। আর একজনের কিছুই নেই। আপনি তাকে দুই টাকা দিলে সামাজিক পরিবর্তন হবে। আব্বা বলতেন, ১ শ টাকার মধ্যে ২০ টাকা মানুষের দাও, ২০ টাকা সঞ্চয় করো ও ৬০ টাকা খরচ করবা।’

টরিক বলেন, ‘সবাই সাংবাদিক হতে পারে না। সাংবাদিক তারাই হয়, যারা সমাজে বুদ্ধিদীপ্ত ব্যক্তি। সত্য কথা বলতে না পারলেও আপনি মিথ্যা বলবেন না। অনেকে ভয় পেয়ে মিথ্যা বলি। আপনারা সবাই যদি একসাথে থাকেন, তাহলে আমাদের ভালো লাগবে। নতুনরা যদি প্রথম থেকেই দেখে দুইটা গ্রুপ, তাহলে ওরা কী শিখবে। সমস্যা থাকবেই। একসাথে ছাড় দিয়ে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি আপনারা কিছু করেন। ছোট করে হলেও কিছু করতে হবে। সবার আগে পরিবার। পরিবারের সদস্যরা আপনার থেকে আশা করে। আর্থিকভাবে স্বচ্ছল হলে নিজের মন-মানসিকতা ভালো থাকে। কাজ করতে ভালো লাগে।’ আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক আরও বলেন, ‘চুয়াডাঙ্গায় অনেক ভালো ভালো মানুষের জন্ম হয়েছে। অনেক বড় বড় মানুষের জন্ম হয়েছে। কিন্তু চুয়াডাঙ্গাকে তুলে ধরতে চায় না। আমি যা কিছু করব, সব চুয়াডাঙ্গাতে করব। আমাদের দেশের মানুষ কাজ করুক। ভালো কিছু করুক।’

সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সিনিয়র সাংবাদিক শেখ সেলিম, অ্যাড. মানিক আকবর ও সিডনি প্রবাসী চিৎলা গ্রামের ছেলে রাসেল।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, সিনিয়র সাংবাদিক অ্যাড. শরিফ উদ্দীন হাসু, শাহ আলম সনি, ফাইজার চৌধুরী, এম এম আলাউদ্দীন, আহাদ আলী মোল্লা, ইসলাম রাকিব, মফিজ জোয়ার্দ্দার, চিত্তরঞ্জন সাহা চিতু, রুহুল আমিন রতন, জামান আক্তার, কামরুজ্জামান সেলিম, খাইরুল ইসলাম, মাহফুজ মামুন, সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, সুস্থির আজাদ, খাইরুজ্জামান সেতু, উজ্জ্বল মাসুদ, জিসান আহমেদ, মেহেরাব্বিন সানভী, অনিক চক্রবর্তী, সনজিত কর্মকার, আহসান আলম, সাইফ জাহান, রুদ্র রাসেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।