ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রেলওয়ে শ্রমিকলীগের দ্বিবার্ষিক সম্মেলনে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তাও করা যায় না
৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ : সভাপতি আব্দুল গফুর; আবুল কালাম সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: ‘এক একজন শ্রমিক দেশের প্রাণ। শ্রমিক ছাড়া মিল কারখানা চলে না, রেলের চাকা ঘোরে না; শ্রমিকদের কারণেই আজ জাতি উন্নত হচ্ছে। তাই শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তাও করা যায় না।’ বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ চুয়াডাঙ্গা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রবিবার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘ধ্বংস হতে বসা রেলকে পুর্নঃজীবিত করেছে শেখ হাসিনার সরকার। যে জেলায় রেল লাইন নাই সেই জেলায় রেলপথ হবে। একটি শ্রেণী চেয়েছিল রেল বন্ধ হোক। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেরিয়ে আসতে পেরেছেন। রেলের আমুল উন্নয়ন সাধিত হয়েছে।’
নির্বাচন প্রসঙ্গে হুইপ ছেলুন বলেন, ‘স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি এখনও বঙ্গবন্ধু কন্যাকে হত্যার পরিকল্পনা করছে। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আসুন প্রতিরোধ করি- পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে; রাজাকার আলবদরদের কোন সংগঠন নির্বাচনে অংশ নিতে পারবে না।’
চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের সভাপতিত্বে সকাল ১০টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক এড. মো. হুমায়ন কবির দলীয় পতাকা এবং হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী বক্তব্য পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির রুহুল আমিন বাবুল, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মোখছেদুল মোমিন, সহ সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান, হায়দার আলী, বজলুর রহমান বুদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজিজুল হক আজিজ, তথ্য ও গবেষণা সম্পাদক শুভ্রকান্তি রায় বিজয়, সহ সাধারণ সম্পাদক আজিম উদ্দীন সেন্টু।
অতিথিদের বক্তব্য পর্ব শেষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান আকন্দ চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিকলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। সভাপতি পদে মো. আব্দুল গফুর, কার্যকরী সভাপতি সত্যেন্দ্র নাথ কুমার, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান, ওহিদুর রহমান, মিনারুল ইসলাম, কবিউল আলম, সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল, তহিনুর আহম্মদ, আহসান হাবীবসহ বিভিন্ন পদে ৪৮ জনের নাম প্রকাশ করা হয় এবং বাকী পদগুলো শিঘ্রই বন্টন করা হবে বলে জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় রেলওয়ে শ্রমিকলীগের দ্বিবার্ষিক সম্মেলনে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড টাইম : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮

শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তাও করা যায় না
৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ : সভাপতি আব্দুল গফুর; আবুল কালাম সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: ‘এক একজন শ্রমিক দেশের প্রাণ। শ্রমিক ছাড়া মিল কারখানা চলে না, রেলের চাকা ঘোরে না; শ্রমিকদের কারণেই আজ জাতি উন্নত হচ্ছে। তাই শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তাও করা যায় না।’ বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ চুয়াডাঙ্গা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রবিবার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘ধ্বংস হতে বসা রেলকে পুর্নঃজীবিত করেছে শেখ হাসিনার সরকার। যে জেলায় রেল লাইন নাই সেই জেলায় রেলপথ হবে। একটি শ্রেণী চেয়েছিল রেল বন্ধ হোক। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেরিয়ে আসতে পেরেছেন। রেলের আমুল উন্নয়ন সাধিত হয়েছে।’
নির্বাচন প্রসঙ্গে হুইপ ছেলুন বলেন, ‘স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি এখনও বঙ্গবন্ধু কন্যাকে হত্যার পরিকল্পনা করছে। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আসুন প্রতিরোধ করি- পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে; রাজাকার আলবদরদের কোন সংগঠন নির্বাচনে অংশ নিতে পারবে না।’
চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের সভাপতিত্বে সকাল ১০টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক এড. মো. হুমায়ন কবির দলীয় পতাকা এবং হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী বক্তব্য পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির রুহুল আমিন বাবুল, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মোখছেদুল মোমিন, সহ সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান, হায়দার আলী, বজলুর রহমান বুদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজিজুল হক আজিজ, তথ্য ও গবেষণা সম্পাদক শুভ্রকান্তি রায় বিজয়, সহ সাধারণ সম্পাদক আজিম উদ্দীন সেন্টু।
অতিথিদের বক্তব্য পর্ব শেষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান আকন্দ চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিকলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। সভাপতি পদে মো. আব্দুল গফুর, কার্যকরী সভাপতি সত্যেন্দ্র নাথ কুমার, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান, ওহিদুর রহমান, মিনারুল ইসলাম, কবিউল আলম, সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল, তহিনুর আহম্মদ, আহসান হাবীবসহ বিভিন্ন পদে ৪৮ জনের নাম প্রকাশ করা হয় এবং বাকী পদগুলো শিঘ্রই বন্টন করা হবে বলে জানানো হয়।