ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
  • / ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পিরপুরকুল্লায় যৌতুকের দাবিতে হানিফা (৩৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও দেবরের বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হানিফা দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মেয়ে ও মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের আলমগীরের স্ত্রী।
হানিফা খাতুন অভিযোগ করে বলেন, ‘১২ বছর আগে আলমগীরের সাথে আমার বিবাহ হয়। বিয়ের পর থেকে আলমগীর ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে আমাকে মারধরও করে। তার মধ্যে কিছু টাকা দেয়া হয়েছিল বাপের বাড়ি থেকে। গতকাল শুক্রবার এ নিয়ে আমার স্বামীর সাথে তর্ক বিতর্ক হয় এবং যৌতুকের টাকা দিতে অস্বীকার করি। এতে আমার স্বামী আলমগীর ও দেবর আলামিন উত্তেজিত হয়ে আমাকে বাটাম দিয়ে পিটিয়ে জখম করে। পরে আমি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

আপলোড টাইম : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পিরপুরকুল্লায় যৌতুকের দাবিতে হানিফা (৩৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও দেবরের বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হানিফা দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মেয়ে ও মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের আলমগীরের স্ত্রী।
হানিফা খাতুন অভিযোগ করে বলেন, ‘১২ বছর আগে আলমগীরের সাথে আমার বিবাহ হয়। বিয়ের পর থেকে আলমগীর ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে আমাকে মারধরও করে। তার মধ্যে কিছু টাকা দেয়া হয়েছিল বাপের বাড়ি থেকে। গতকাল শুক্রবার এ নিয়ে আমার স্বামীর সাথে তর্ক বিতর্ক হয় এবং যৌতুকের টাকা দিতে অস্বীকার করি। এতে আমার স্বামী আলমগীর ও দেবর আলামিন উত্তেজিত হয়ে আমাকে বাটাম দিয়ে পিটিয়ে জখম করে। পরে আমি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।