ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মৎস্য চাষিদের মধ্যে মাছের পোনা, সার ও জাল বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, সার, জালসহ বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।
ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি, ওয়েভ ফাউন্ডেশনের সহ-সমম্বয়কারী (কৃষি) শওকত হোসাইন, টেকনিক্যাল অফিসার আবু নাইম খান প্রমুখ।
অনুষ্ঠানে ৪০ জন মৎস্য চাষির হাতে ভিয়েতনাম পাঙ্গাস, দেশি মলা, শিং, পাবদা, টেংরা, রুই, কাতলা, মৃগেল, মনোসেক্স, তেলাপিয়া, বাহারী, চিতল, আইড়, শোলসহ মাছ ধরার জাল, জৈব রাসায়নিক সার, সবজি বীজ ও চুন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ২০২০-২১ অর্থবছরে ৮৫ জন মৎস চাষিকে এসব উপকরণ বিতরণসহ ২ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে ওয়েভ ফাউন্ডেশনের কুশাডাঙ্গা ফার্মে সংক্ষিপ্ত আকারে প্রশিক্ষণও দেওয়া হয়। এতে মহিলা মৎস্য চাষিসহ বেশ কয়েকজন মৎস্য চাষি জাল ফেলার নৈপুন্য প্রদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় মৎস্য চাষিদের মধ্যে মাছের পোনা, সার ও জাল বিতরণ

আপলোড টাইম : ০৯:১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, সার, জালসহ বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।
ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি, ওয়েভ ফাউন্ডেশনের সহ-সমম্বয়কারী (কৃষি) শওকত হোসাইন, টেকনিক্যাল অফিসার আবু নাইম খান প্রমুখ।
অনুষ্ঠানে ৪০ জন মৎস্য চাষির হাতে ভিয়েতনাম পাঙ্গাস, দেশি মলা, শিং, পাবদা, টেংরা, রুই, কাতলা, মৃগেল, মনোসেক্স, তেলাপিয়া, বাহারী, চিতল, আইড়, শোলসহ মাছ ধরার জাল, জৈব রাসায়নিক সার, সবজি বীজ ও চুন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ২০২০-২১ অর্থবছরে ৮৫ জন মৎস চাষিকে এসব উপকরণ বিতরণসহ ২ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে ওয়েভ ফাউন্ডেশনের কুশাডাঙ্গা ফার্মে সংক্ষিপ্ত আকারে প্রশিক্ষণও দেওয়া হয়। এতে মহিলা মৎস্য চাষিসহ বেশ কয়েকজন মৎস্য চাষি জাল ফেলার নৈপুন্য প্রদর্শন করেন।