ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মানবতা ল’ইয়ার্স ব্যান্ডমিন্টন টুর্নামেন্টে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩৪৮ বার পড়া হয়েছে

রাসেল-রাগিব জুটি চ্যাম্পিয়ন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মানবতা ল’ইয়ার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাসুদ পারভেজ রাসেল-রাগিব আহসান জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় জেলা আইনজীবী সমিতির প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাজমুল আহসান লাভলু-আফজালুল হক জুটিকে ২-১ গেমে পরাজিত করে তাঁরা চ্যাম্পিয়ন হন। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও অংশগ্রহনকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
জেলা আইনজীবী সমিতির নবনির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা এ্যাড. সেলিম উদ্দিন খান। মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মানি খন্দকারের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এসএম আসাদুজ্জামান গণি সালাম বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সভাপতি নুরুল ইসলাম, আলমগীর হোসেন ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারী এসএম রফিউর রহমান, মহ: শামসুজ্জোহা (পিপি), সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আ.স.ম. আব্দুর রউফ এবং আকসিজুল ইসলাম রতন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম আসাদুজ্জামান গনি সালাম বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানায়। যারা রানার্স আপ হয়েছে তাদেরকেও অভিনন্দন জানায়। আগামীতে বারের ফান্ডে টুর্নামেন্ট পরিচালনা করা হবে।
বিশেষ অতিথি এমএম শাহজাহান মুকুল বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি নিজ ফান্ড থেকে ব্যয় করে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চালু করবেন। ওই সময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান।
ব্যাডমিন্টন টুর্নাামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন ফজলে রাব্বি সাগর এবং স্কোরারের দায়িত্ব পালন করেন এমএম শাহজাহান মুকুল। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির প্লে গ্রাউন্ডে মানবতা ল’ইয়ার্স ব্যান্ডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় মানবতা ল’ইয়ার্স ব্যান্ডমিন্টন টুর্নামেন্টে

আপলোড টাইম : ১০:৪৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯

রাসেল-রাগিব জুটি চ্যাম্পিয়ন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মানবতা ল’ইয়ার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাসুদ পারভেজ রাসেল-রাগিব আহসান জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় জেলা আইনজীবী সমিতির প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাজমুল আহসান লাভলু-আফজালুল হক জুটিকে ২-১ গেমে পরাজিত করে তাঁরা চ্যাম্পিয়ন হন। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও অংশগ্রহনকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
জেলা আইনজীবী সমিতির নবনির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা এ্যাড. সেলিম উদ্দিন খান। মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মানি খন্দকারের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এসএম আসাদুজ্জামান গণি সালাম বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সভাপতি নুরুল ইসলাম, আলমগীর হোসেন ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারী এসএম রফিউর রহমান, মহ: শামসুজ্জোহা (পিপি), সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আ.স.ম. আব্দুর রউফ এবং আকসিজুল ইসলাম রতন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম আসাদুজ্জামান গনি সালাম বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানায়। যারা রানার্স আপ হয়েছে তাদেরকেও অভিনন্দন জানায়। আগামীতে বারের ফান্ডে টুর্নামেন্ট পরিচালনা করা হবে।
বিশেষ অতিথি এমএম শাহজাহান মুকুল বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি নিজ ফান্ড থেকে ব্যয় করে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চালু করবেন। ওই সময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান।
ব্যাডমিন্টন টুর্নাামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন ফজলে রাব্বি সাগর এবং স্কোরারের দায়িত্ব পালন করেন এমএম শাহজাহান মুকুল। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির প্লে গ্রাউন্ডে মানবতা ল’ইয়ার্স ব্যান্ডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়।