ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মানবতার দেয়ালে মিলছে পোশাক!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
  • / ৪৯১ বার পড়া হয়েছে

আকিমুল ইসলাম:
‘আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান, আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান’ সচ্ছল ও দুস্থ মানুষের প্রতি এমন আবেদন জানানো লেখা-সংবলিত দেয়ালটির নাম দেওয়া হয়েছে ‘মানবতার দেয়াল’। বর্তমানে যুবসমাজ যখন মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়ছে, ঠিক তখনই অনুকরণীয় এই মানবিক কাজটি শুরু করেছে ‘ইচ্ছাপূরণ ফাউন্ডেশন’ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। চুয়াডাঙ্গা শহরে ইমারজেন্সি রোডে নিউ মার্কেটের পেছনের একটি দেওয়ালে এই মানবিক দেয়ালটি তৈরি করা হয়েছে। ওই দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে ২০টিরও বেশি বিভিন্ন ধরনের পোশাক। চুয়াডাঙ্গার সচ্ছল মানুষেরা ওই দেয়ালে রেখে যাচ্ছেন তাঁদের অব্যবহৃত ও বাড়তি পোশাক। আর সেগুলো দুস্থ মানুষেরা যার যেটা প্রয়োজন, সেটা বিনা মূল্যে নিয়ে যাচ্ছেন। এ কারণেই দেয়ালটির নামকরণ করা হয়েছে মানবতার দেয়াল। গত ১৪ই আগস্ট বুধবার সকালে ওই সংগঠনের কয়েক যুবক মিলে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করেন।
এই মানবতার দেয়ালের পরিচালক তুষার আহমেদ জানান, এ উদ্যোগের প্রচার হলে উপকৃত হবে দুস্থরা। যাদের কিনা কাপড় কেনার সামর্থ্য নেই। লজ্জায় কারও কাছে চাইতেও পারেন না। তারাই সব থেকে বেশি উপকৃত হবেন। আবার ধনী ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা যেসব শার্ট, টি-শার্ট, গেঞ্জি, প্যান্ট কিছু দিন ব্যবহার করে আর ব্যবহার করেন না, ঘরের কোনো এক কোণে ফেলে রাখেন, তাঁদের এই অপ্রয়োজনীয় জিনিসগুলোই কারও না কারও কাছে প্রয়োজনীয় জিনিস হয়ে উঠতে পারে।
সংগঠনটির পরিচালনা কমিটির সদস্য আলিফ হোসেন ও রুবেল জানান, ‘সবার সহযোগিতা পেলে আমরা এ জনকল্যাণ ও মানবকল্যাণমূলক কর্মকা- অব্যাহত রাখতে পারব। পাশাপাশি চুয়াডাঙ্গাতেই আমরা আরও একটি মানবতার দেয়াল বসাতে চাই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় মানবতার দেয়ালে মিলছে পোশাক!

আপলোড টাইম : ০৯:১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯

আকিমুল ইসলাম:
‘আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান, আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান’ সচ্ছল ও দুস্থ মানুষের প্রতি এমন আবেদন জানানো লেখা-সংবলিত দেয়ালটির নাম দেওয়া হয়েছে ‘মানবতার দেয়াল’। বর্তমানে যুবসমাজ যখন মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়ছে, ঠিক তখনই অনুকরণীয় এই মানবিক কাজটি শুরু করেছে ‘ইচ্ছাপূরণ ফাউন্ডেশন’ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। চুয়াডাঙ্গা শহরে ইমারজেন্সি রোডে নিউ মার্কেটের পেছনের একটি দেওয়ালে এই মানবিক দেয়ালটি তৈরি করা হয়েছে। ওই দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে ২০টিরও বেশি বিভিন্ন ধরনের পোশাক। চুয়াডাঙ্গার সচ্ছল মানুষেরা ওই দেয়ালে রেখে যাচ্ছেন তাঁদের অব্যবহৃত ও বাড়তি পোশাক। আর সেগুলো দুস্থ মানুষেরা যার যেটা প্রয়োজন, সেটা বিনা মূল্যে নিয়ে যাচ্ছেন। এ কারণেই দেয়ালটির নামকরণ করা হয়েছে মানবতার দেয়াল। গত ১৪ই আগস্ট বুধবার সকালে ওই সংগঠনের কয়েক যুবক মিলে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করেন।
এই মানবতার দেয়ালের পরিচালক তুষার আহমেদ জানান, এ উদ্যোগের প্রচার হলে উপকৃত হবে দুস্থরা। যাদের কিনা কাপড় কেনার সামর্থ্য নেই। লজ্জায় কারও কাছে চাইতেও পারেন না। তারাই সব থেকে বেশি উপকৃত হবেন। আবার ধনী ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা যেসব শার্ট, টি-শার্ট, গেঞ্জি, প্যান্ট কিছু দিন ব্যবহার করে আর ব্যবহার করেন না, ঘরের কোনো এক কোণে ফেলে রাখেন, তাঁদের এই অপ্রয়োজনীয় জিনিসগুলোই কারও না কারও কাছে প্রয়োজনীয় জিনিস হয়ে উঠতে পারে।
সংগঠনটির পরিচালনা কমিটির সদস্য আলিফ হোসেন ও রুবেল জানান, ‘সবার সহযোগিতা পেলে আমরা এ জনকল্যাণ ও মানবকল্যাণমূলক কর্মকা- অব্যাহত রাখতে পারব। পাশাপাশি চুয়াডাঙ্গাতেই আমরা আরও একটি মানবতার দেয়াল বসাতে চাই।’