ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মহানামযজ্ঞানুষ্ঠান আজ শুরু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • / ২৯৪ বার পড়া হয়েছে

দীলিপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের আয়োজনে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ঐতিহ্যবাহী পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারো “উৎসবে সম্প্রীতিতে আমরা” প্রতিপাদ্যে আজ ২৩ শে অক্টোবর সোমবার থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। আজ রাত ৯টায় মাথাভাঙ্গা নদী থেকে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্য দিয়ে স্বর্গীয় ঁদোয়ারকা দাস আগরওয়ালা ও স্বর্গীয় ঁপান্না আগরওয়ালা স্মরণে শুরু শুরু হবে ২৪ প্রহরব্যাপী এই মহানামযজ্ঞানুষ্ঠান। একটানা ৫ দিনব্যাপি মহানামযজ্ঞানুষ্ঠান শেষে ২৭অক্টোবর ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। আগামীকাল মঙ্গলবার অরুণোদয় হইতে এবং আগামী বৃহস্পতিবার ব্রক্ষমূহুর্ত পর্যন্ত চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘসহ দেশের স্বনামধন্য ৬টি সম্প্রদায় এই যজ্ঞে পালাক্রমে মহানাম সুধা পরিবেশন করবে।
আজ থেকে ৫দিন একটানা ভগবানের নামকীর্তন ও দিনব্যাপি মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে চলতে থাকবে এই যজ্ঞ। এবারে মহানামযজ্ঞানুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে ভগবানের নামকীর্তন পরিবেশন করবেন ৭টি সম্প্রদায়। তাদের মধ্যে অধিবাসের আরতির মধ্যদিয়ে মহানামকীর্তন শুরু করবে চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘ সম্প্রদায়’’।
মহানামযজ্ঞানুষ্ঠান আয়োজক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবু দীলিপ কুমার আগরওয়ালা বলেন, অন্যবারের মতো এবারো যাতে সকল ভক্তবৃন্দ সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে বিশেষভাবে সচেতন করে দেওয়া হয়েছে। তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সকল স্তরের মানুষের কাছে সহযোগীতার আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন ধর্ম যার যার, কিন্তু উৎসব আমাদের সবার।
শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠানে বাবু দীলিপ কুমার আগরওয়ালার দাদা স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও দাদী স্বর্গীয়  ঁপান্না আগরওয়ালার জন্য প্রার্থনা করা হবে। এই মহানামযজ্ঞানুষ্ঠানে বাবু দীলিপ কুমার আগরওয়ালা’র বাবা ওম প্রকাশ আগরওয়ালা, মা তারা দেবী, ছোট ভাই পিন্টু আগরওয়ালা এবং সহধর্মিনী সাবিত্রী আগরওয়ালাসহ পরিবারের সকল সদস্য উপস্থিত থাকবেন।
এছাড়া এই মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনা থাকবেন পিন্টু কুমার আগরওয়ালা ও পবিত্র কুমার আগরওয়ালা।
এই মহানামযজ্ঞনুষ্ঠানকে কেন্দ্র করে চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। এছাড়া যজ্ঞস্থলের যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল থাকবে বলে জানা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় মহানামযজ্ঞানুষ্ঠান আজ শুরু

আপলোড টাইম : ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭

দীলিপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের আয়োজনে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ঐতিহ্যবাহী পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারো “উৎসবে সম্প্রীতিতে আমরা” প্রতিপাদ্যে আজ ২৩ শে অক্টোবর সোমবার থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। আজ রাত ৯টায় মাথাভাঙ্গা নদী থেকে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্য দিয়ে স্বর্গীয় ঁদোয়ারকা দাস আগরওয়ালা ও স্বর্গীয় ঁপান্না আগরওয়ালা স্মরণে শুরু শুরু হবে ২৪ প্রহরব্যাপী এই মহানামযজ্ঞানুষ্ঠান। একটানা ৫ দিনব্যাপি মহানামযজ্ঞানুষ্ঠান শেষে ২৭অক্টোবর ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। আগামীকাল মঙ্গলবার অরুণোদয় হইতে এবং আগামী বৃহস্পতিবার ব্রক্ষমূহুর্ত পর্যন্ত চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘসহ দেশের স্বনামধন্য ৬টি সম্প্রদায় এই যজ্ঞে পালাক্রমে মহানাম সুধা পরিবেশন করবে।
আজ থেকে ৫দিন একটানা ভগবানের নামকীর্তন ও দিনব্যাপি মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে চলতে থাকবে এই যজ্ঞ। এবারে মহানামযজ্ঞানুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে ভগবানের নামকীর্তন পরিবেশন করবেন ৭টি সম্প্রদায়। তাদের মধ্যে অধিবাসের আরতির মধ্যদিয়ে মহানামকীর্তন শুরু করবে চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘ সম্প্রদায়’’।
মহানামযজ্ঞানুষ্ঠান আয়োজক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবু দীলিপ কুমার আগরওয়ালা বলেন, অন্যবারের মতো এবারো যাতে সকল ভক্তবৃন্দ সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে বিশেষভাবে সচেতন করে দেওয়া হয়েছে। তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সকল স্তরের মানুষের কাছে সহযোগীতার আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন ধর্ম যার যার, কিন্তু উৎসব আমাদের সবার।
শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠানে বাবু দীলিপ কুমার আগরওয়ালার দাদা স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও দাদী স্বর্গীয়  ঁপান্না আগরওয়ালার জন্য প্রার্থনা করা হবে। এই মহানামযজ্ঞানুষ্ঠানে বাবু দীলিপ কুমার আগরওয়ালা’র বাবা ওম প্রকাশ আগরওয়ালা, মা তারা দেবী, ছোট ভাই পিন্টু আগরওয়ালা এবং সহধর্মিনী সাবিত্রী আগরওয়ালাসহ পরিবারের সকল সদস্য উপস্থিত থাকবেন।
এছাড়া এই মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনা থাকবেন পিন্টু কুমার আগরওয়ালা ও পবিত্র কুমার আগরওয়ালা।
এই মহানামযজ্ঞনুষ্ঠানকে কেন্দ্র করে চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। এছাড়া যজ্ঞস্থলের যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল থাকবে বলে জানা যায়।