ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ: আলমসাধু নসিমন করিমনে পন্য পরিবহনের দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • / ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আলমসাধু, নসিমন, করিমনে পন্য পরিবহনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে চুয়াডাঙ্গার পাইকারি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, চুয়াডাঙ্গা ছাড়া পার্শ্ববর্তী কোনো জেলায় পণ্যবাহী আলমসাধু, নছিমন, করিমন আটক করা হচ্ছে না। অথচ হঠাৎ করে চুয়াডাঙ্গায় এ সকল পণ্যবাহী যান মূল সড়কে চলাচলে পুলিশি বাঁধার কারণে তাদের ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূরদুরান্ত থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের মালামাল কিনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে পরিবহণ সংকটে পড়ে চুয়াডাঙ্গার মোকাম ছেড়ে পার্শ্ববর্তী জেলার মোকামে চলে যাচ্ছেন। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাইকারী ব্যবসায়ী, দোকান মালিক সমিতি ও পরিবেশক সমিতি। এর আগে স্থানীয় পাইকারী ব্যবসায়ীরা দোকান মালিক সমিতি ও পরিবেশক সমিতির কাছে সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহনের দাবি জানায়। এ বিষয়ে সড়কে পণ্যবাহী আলমসাধু, নসিমন, করিমন চলাচল শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলায় বেশ কয়েকটি সড়ক দূর্ঘটনার পর পুলিশের পক্ষ থেকে পরিবহণ মালিক শ্রমিক জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে মূল সড়কে সকল প্রকার অবৈধ যান চলাচল বন্ধে পুলিশ ব্যবস্থা নিলে এই সংকটের সৃষ্টি হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ: আলমসাধু নসিমন করিমনে পন্য পরিবহনের দাবি

আপলোড টাইম : ০৪:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আলমসাধু, নসিমন, করিমনে পন্য পরিবহনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে চুয়াডাঙ্গার পাইকারি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, চুয়াডাঙ্গা ছাড়া পার্শ্ববর্তী কোনো জেলায় পণ্যবাহী আলমসাধু, নছিমন, করিমন আটক করা হচ্ছে না। অথচ হঠাৎ করে চুয়াডাঙ্গায় এ সকল পণ্যবাহী যান মূল সড়কে চলাচলে পুলিশি বাঁধার কারণে তাদের ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূরদুরান্ত থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের মালামাল কিনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে পরিবহণ সংকটে পড়ে চুয়াডাঙ্গার মোকাম ছেড়ে পার্শ্ববর্তী জেলার মোকামে চলে যাচ্ছেন। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাইকারী ব্যবসায়ী, দোকান মালিক সমিতি ও পরিবেশক সমিতি। এর আগে স্থানীয় পাইকারী ব্যবসায়ীরা দোকান মালিক সমিতি ও পরিবেশক সমিতির কাছে সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহনের দাবি জানায়। এ বিষয়ে সড়কে পণ্যবাহী আলমসাধু, নসিমন, করিমন চলাচল শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলায় বেশ কয়েকটি সড়ক দূর্ঘটনার পর পুলিশের পক্ষ থেকে পরিবহণ মালিক শ্রমিক জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে মূল সড়কে সকল প্রকার অবৈধ যান চলাচল বন্ধে পুলিশ ব্যবস্থা নিলে এই সংকটের সৃষ্টি হয়।