ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপে অতিষ্ঠ শহরবাসী 

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • / ৫২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন হাটবাজার ও গ্রামেগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রপ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে পথচারী বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ গবাদি পশু রাস্তায় চলাচলে মারাত্মক হুমকির মুখে পড়েছে। এতে প্রতিনিয়ত কুকুরের কামড়ের শিকার হচ্ছে মানুষজন থেকে গবাদী পশু। আক্রান্ত হচ্ছে জলাতঙ্ক রোগের মত ভয়াবহ রোগে।
সমম্প্রতি চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ের শিকার হয়েছেন বেশকয়েক জন। এ ছাড়া গৃহপালিত গবাদী পশুর মধ্যে গরু, ছাগল এমনকি ভেড়াও রেহাই পাচ্ছেনা এ কুকুর থেকে। এ ঘটনায় চুয়াডাঙ্গা শহর জুড়ে কুকুর আতঙ্ক বিরাজ করছে। গতকাল চুয়াডাঙ্গা শান্তিপাড়ায় ক্ষ্যাপা কুকুরের কামড়ে ৮ নারী-পুরুষ আহত হয়েছে। পরে এক অটো চালককে কামড়ালে সে কুকুরটির গলা টিপে ধরলে মারা যায় কুকুরটি।
স্থানীয়রা জানান, বেওয়ারিশ কুকুরের অত্যাচারে তাঁরা অতিষ্ঠ। দিনের বেশির ভাগ সময় গলিতে ৬/৭ টা বেওয়ারিশ কুকুর ঘোরাফেরা করে। এ জন্য তাঁদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। বিশেষ করে শিশু-কিশোররা থাকে ঝুঁকির মধ্যে।
চুয়াডাঙ্গা পৌর কর্তপক্ষ বলছে, সরকার কুকুর মারা বন্ধ রেখেছে। কিন্তু কুকুরের যন্ত্রণা তো আর সহ্য হচ্ছে না বলে জানান চুয়াডাঙ্গা শান্তিপাড়ার এলাকার বাসিন্দারা। তাদের মতে, কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে শুধু বড় বড় কথা ও মানবিকতার দোহাই দিলে তো আর চলবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপে অতিষ্ঠ শহরবাসী 

আপলোড টাইম : ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন হাটবাজার ও গ্রামেগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রপ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে পথচারী বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ গবাদি পশু রাস্তায় চলাচলে মারাত্মক হুমকির মুখে পড়েছে। এতে প্রতিনিয়ত কুকুরের কামড়ের শিকার হচ্ছে মানুষজন থেকে গবাদী পশু। আক্রান্ত হচ্ছে জলাতঙ্ক রোগের মত ভয়াবহ রোগে।
সমম্প্রতি চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ের শিকার হয়েছেন বেশকয়েক জন। এ ছাড়া গৃহপালিত গবাদী পশুর মধ্যে গরু, ছাগল এমনকি ভেড়াও রেহাই পাচ্ছেনা এ কুকুর থেকে। এ ঘটনায় চুয়াডাঙ্গা শহর জুড়ে কুকুর আতঙ্ক বিরাজ করছে। গতকাল চুয়াডাঙ্গা শান্তিপাড়ায় ক্ষ্যাপা কুকুরের কামড়ে ৮ নারী-পুরুষ আহত হয়েছে। পরে এক অটো চালককে কামড়ালে সে কুকুরটির গলা টিপে ধরলে মারা যায় কুকুরটি।
স্থানীয়রা জানান, বেওয়ারিশ কুকুরের অত্যাচারে তাঁরা অতিষ্ঠ। দিনের বেশির ভাগ সময় গলিতে ৬/৭ টা বেওয়ারিশ কুকুর ঘোরাফেরা করে। এ জন্য তাঁদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। বিশেষ করে শিশু-কিশোররা থাকে ঝুঁকির মধ্যে।
চুয়াডাঙ্গা পৌর কর্তপক্ষ বলছে, সরকার কুকুর মারা বন্ধ রেখেছে। কিন্তু কুকুরের যন্ত্রণা তো আর সহ্য হচ্ছে না বলে জানান চুয়াডাঙ্গা শান্তিপাড়ার এলাকার বাসিন্দারা। তাদের মতে, কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে শুধু বড় বড় কথা ও মানবিকতার দোহাই দিলে তো আর চলবে না।