ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাঁধায় পন্ড : ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৫২ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চলমান অভিযানে জীবননগরের তিন জামায়াত কর্মী আটক
আ.লীগের ষড়যন্ত্রের নীল নকশার অংশ হিসেবে এ রায়-চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফ

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড হয়েছে। বেগম খালেদা জিয়ার কারাদ-ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করলেও চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে গেলে বাঁধা দেয় পুলিশ। তবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শহরের ১ নম্বর পানির ট্যাংক এলাকা থেকে কোর্ট মোড় পর্যন্ত পৌছুলে পুলিশি তোপের মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চলমান পুলিশি অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ৩ নেতাকর্মী আটক করেছে পুলিশ।


আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, পুলিশি বাধার কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি চুয়াডাঙ্গা জেলা বিএনপি। দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল ও সিনিয়র সহসভাপতি তারেক রহমানসহ ৫ জনের ১০ বছরের কারাদন্ডাদেশের প্রতিবাদে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় সাহিত্য পরিষদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে গেলে পুলিশি তাদেরকে বাধা দেয়। এ সময় পুলিশের একটি হাইলাক্স পিকআপ দিয়ে সাহিত্য পরিষদের প্রধান ফটক বেরিকেড করে রাখা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, সরকারের ষড়যন্ত্রের নীল নকশার অংশ হিসেবে আদালত প্রভাবিত হয়ে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াসহ অন্যান্যদেরকে সাজা প্রদাণ করেছে। আমরা এই ষড়যন্ত্রমূলক রায় মানি না। তিনি অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াসহ অন্যান্যদের নিঃশর্ত অব্যাহতি দাবি করেন।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান মোমিন ও রাজিব খানের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরের ১ নম্বর পানির ট্যাংক এলাকা থেকে কোর্ট মোড় পর্যন্ত পৌছুলে পুলিশি তোপের মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তারা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রত্যাখ্যান করে নানা স্লোগান দিতে থাকে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি ভিত্তিহীন মিথ্যা মামলায় কোর্ট প্রভাবিত হয়ে যে নজিরবিহীন রায় প্রদান করেছে তা কেবল বাংলাদেশেই নয় সারা বিশ্বের ইতিহাসে কালিমা লেপন করেছে। এ রায় যে পক্ষপাতদুষ্ট তা দেশের জনগনের কাছে সহজেই অনুমেয়। আমরা অতি দ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাবি রাষ্ট্রনায়ক তারেক রহমান ও ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাজিব আহসানের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
অপরদিকে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চলমান অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের সলেমান আলী, ছামাউল ইসলাম ও আনোয়ার হোসেন নামে ৩ নেতা-কর্মী আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এদেরকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান এর নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার উপজেলার হাসাদহ ইউনিয়নের বালিহুদা গ্রাম থেকে জামায়াত কর্মী সলেমান আলী এবং ছামাউল ইসলাম ও পুরাতন চাকলা গ্রাম থেকে ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনকে পুলিশ আটক করে। আটককৃতদের শনিবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাঁধায় পন্ড : ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ

আপলোড টাইম : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮

বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চলমান অভিযানে জীবননগরের তিন জামায়াত কর্মী আটক
আ.লীগের ষড়যন্ত্রের নীল নকশার অংশ হিসেবে এ রায়-চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফ

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড হয়েছে। বেগম খালেদা জিয়ার কারাদ-ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করলেও চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে গেলে বাঁধা দেয় পুলিশ। তবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শহরের ১ নম্বর পানির ট্যাংক এলাকা থেকে কোর্ট মোড় পর্যন্ত পৌছুলে পুলিশি তোপের মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চলমান পুলিশি অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ৩ নেতাকর্মী আটক করেছে পুলিশ।


আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, পুলিশি বাধার কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি চুয়াডাঙ্গা জেলা বিএনপি। দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল ও সিনিয়র সহসভাপতি তারেক রহমানসহ ৫ জনের ১০ বছরের কারাদন্ডাদেশের প্রতিবাদে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় সাহিত্য পরিষদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে গেলে পুলিশি তাদেরকে বাধা দেয়। এ সময় পুলিশের একটি হাইলাক্স পিকআপ দিয়ে সাহিত্য পরিষদের প্রধান ফটক বেরিকেড করে রাখা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, সরকারের ষড়যন্ত্রের নীল নকশার অংশ হিসেবে আদালত প্রভাবিত হয়ে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াসহ অন্যান্যদেরকে সাজা প্রদাণ করেছে। আমরা এই ষড়যন্ত্রমূলক রায় মানি না। তিনি অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াসহ অন্যান্যদের নিঃশর্ত অব্যাহতি দাবি করেন।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান মোমিন ও রাজিব খানের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরের ১ নম্বর পানির ট্যাংক এলাকা থেকে কোর্ট মোড় পর্যন্ত পৌছুলে পুলিশি তোপের মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তারা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রত্যাখ্যান করে নানা স্লোগান দিতে থাকে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি ভিত্তিহীন মিথ্যা মামলায় কোর্ট প্রভাবিত হয়ে যে নজিরবিহীন রায় প্রদান করেছে তা কেবল বাংলাদেশেই নয় সারা বিশ্বের ইতিহাসে কালিমা লেপন করেছে। এ রায় যে পক্ষপাতদুষ্ট তা দেশের জনগনের কাছে সহজেই অনুমেয়। আমরা অতি দ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাবি রাষ্ট্রনায়ক তারেক রহমান ও ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাজিব আহসানের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
অপরদিকে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চলমান অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের সলেমান আলী, ছামাউল ইসলাম ও আনোয়ার হোসেন নামে ৩ নেতা-কর্মী আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এদেরকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান এর নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার উপজেলার হাসাদহ ইউনিয়নের বালিহুদা গ্রাম থেকে জামায়াত কর্মী সলেমান আলী এবং ছামাউল ইসলাম ও পুরাতন চাকলা গ্রাম থেকে ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনকে পুলিশ আটক করে। আটককৃতদের শনিবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।