ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএডিসির পচা গম খেয়ে বিভিন্ন প্রজাতির পাখিসহ কবুতরের মৃত্যু : মিশ্র প্রতিক্রিয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯
  • / ৩৪৬ বার পড়া হয়েছে

?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফার্মের সার হিসেবে ব্যবহৃত (পচা গম) খেয়ে আশপাশ এলাকার কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি মৃত্যু হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সরেজমিন পরিদর্শনে গেলে ঘটনাস্থলেও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির মৃত পাখি দেখা যায়। তবে ফার্ম কর্তৃপক্ষ জানেন না তাদের এই গম খেয়ে পাখিসহ কবুতরের মৃত্যুর খবর। তারা বলছেন তাদের এই গম ডি-কম্পোস্ট করেই জমিতে ব্যবহার করা হচ্ছে। এই গম খেয়ে এ ধরণের মৃত্যুর ঘটনা রহস্যজনক।
জানা যায়, চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফার্মে জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময় নষ্ট হওয়া পচা গম ডি-কম্পোস্ট করে সার হিসেবে ব্যবহার করছে। এই পচা গম খেয়ে আশপাশ এলাকার বেশকিছু কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা যায়। ঘটনার কারণ অনুসন্ধান করতে এলাকার লোকজন এদিকে সেদিক খোজাখুঁজি করে দেখতে পায় বিএডিসি ফার্মের ভিতর পচা গম খেয়ে বিভিন্ন প্রজাতির বেশ কিছু পাখি মরে পড়ে আছে। এছাড়া এলাকার কিশোর ছেলেরা এসকল মৃত পাখি নিয়ে খেলা করছে। এসময় ওই লোকজনের দ্বারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে দেখা যায় ফর্ম এলাকার বিভিন্ন প্রান্তে বেশ কিছু ঘুঘু পাখি ও শালিক পাখি মৃত অবস্থায় পড়ে আছে। এলাকার লোকজনসহ বিএডিসি কর্তৃপক্ষের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা বলেন এই গম খেয়ে পাখি বা কবুতরের মৃত্যু হতে পারে না।

?

এবিষয়ে বিএডিসি ফার্মের সহকারি পরিচালক সেলিম হায়দার এর সাথে মুঠোফনে কথা হলে তিনি বলেন, সার হিসেবে ব্যবহার করা এসকল পচা গম ডি-কম্পোস্ট করার জন্য ঢাকা থেকে একটি টিম এসে তাদের কার্যক্রম সম্পন্ন করে গেছেন। তাদের নির্দেশনা মোতাবেক আমরা এই গম ডি-কম্পোস্ট করেছি। এরপরও দীর্ঘ প্রায় ৬ মাস পর এসকল গম সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাখি বা কবুতর এই গম খেয়ে মারা গেছে এমন অভিযোগ আগে পাওয়া যায়নি। তবে এরপরও বিষয়টি নিয়ে আরো সতর্ক হবেন বলেও তিনি মুঠো ফোনে প্রতিবেদককে জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় বিএডিসির পচা গম খেয়ে বিভিন্ন প্রজাতির পাখিসহ কবুতরের মৃত্যু : মিশ্র প্রতিক্রিয়া

আপলোড টাইম : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফার্মের সার হিসেবে ব্যবহৃত (পচা গম) খেয়ে আশপাশ এলাকার কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি মৃত্যু হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সরেজমিন পরিদর্শনে গেলে ঘটনাস্থলেও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির মৃত পাখি দেখা যায়। তবে ফার্ম কর্তৃপক্ষ জানেন না তাদের এই গম খেয়ে পাখিসহ কবুতরের মৃত্যুর খবর। তারা বলছেন তাদের এই গম ডি-কম্পোস্ট করেই জমিতে ব্যবহার করা হচ্ছে। এই গম খেয়ে এ ধরণের মৃত্যুর ঘটনা রহস্যজনক।
জানা যায়, চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফার্মে জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময় নষ্ট হওয়া পচা গম ডি-কম্পোস্ট করে সার হিসেবে ব্যবহার করছে। এই পচা গম খেয়ে আশপাশ এলাকার বেশকিছু কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা যায়। ঘটনার কারণ অনুসন্ধান করতে এলাকার লোকজন এদিকে সেদিক খোজাখুঁজি করে দেখতে পায় বিএডিসি ফার্মের ভিতর পচা গম খেয়ে বিভিন্ন প্রজাতির বেশ কিছু পাখি মরে পড়ে আছে। এছাড়া এলাকার কিশোর ছেলেরা এসকল মৃত পাখি নিয়ে খেলা করছে। এসময় ওই লোকজনের দ্বারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে দেখা যায় ফর্ম এলাকার বিভিন্ন প্রান্তে বেশ কিছু ঘুঘু পাখি ও শালিক পাখি মৃত অবস্থায় পড়ে আছে। এলাকার লোকজনসহ বিএডিসি কর্তৃপক্ষের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা বলেন এই গম খেয়ে পাখি বা কবুতরের মৃত্যু হতে পারে না।

?

এবিষয়ে বিএডিসি ফার্মের সহকারি পরিচালক সেলিম হায়দার এর সাথে মুঠোফনে কথা হলে তিনি বলেন, সার হিসেবে ব্যবহার করা এসকল পচা গম ডি-কম্পোস্ট করার জন্য ঢাকা থেকে একটি টিম এসে তাদের কার্যক্রম সম্পন্ন করে গেছেন। তাদের নির্দেশনা মোতাবেক আমরা এই গম ডি-কম্পোস্ট করেছি। এরপরও দীর্ঘ প্রায় ৬ মাস পর এসকল গম সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাখি বা কবুতর এই গম খেয়ে মারা গেছে এমন অভিযোগ আগে পাওয়া যায়নি। তবে এরপরও বিষয়টি নিয়ে আরো সতর্ক হবেন বলেও তিনি মুঠো ফোনে প্রতিবেদককে জানান।