ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুলিশের উপর হামলা মামলায় যুবক গ্রেফতার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
  • / ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলামকে কুপিয়ে জখমের মামলায় হৃদয় হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে ভোরে শহরের ফার্মপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হৃদয় হোসেন ফার্মপাড়ার ফারুকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফার্মপাড়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওহিদকে কুপিয়ে জখম করে তারা। হামলার পরই স্থানীয় জনতা হামলাকারীদের মধ্যে মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। পরে ওইদিন রাতেই সরকারি কাজে বাঁধাদান ও উপ-পরিদর্শক ওহিদকে হত্যা চেষ্টার অভিযোগ এনে শহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। দুইটি মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ১৮/১৯ জনকে আসামি করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় পুলিশের উপর হামলা মামলায় যুবক গ্রেফতার

আপলোড টাইম : ১১:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলামকে কুপিয়ে জখমের মামলায় হৃদয় হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে ভোরে শহরের ফার্মপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হৃদয় হোসেন ফার্মপাড়ার ফারুকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফার্মপাড়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওহিদকে কুপিয়ে জখম করে তারা। হামলার পরই স্থানীয় জনতা হামলাকারীদের মধ্যে মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। পরে ওইদিন রাতেই সরকারি কাজে বাঁধাদান ও উপ-পরিদর্শক ওহিদকে হত্যা চেষ্টার অভিযোগ এনে শহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। দুইটি মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ১৮/১৯ জনকে আসামি করা হয়।