ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুলিশকে দাঁড় করিয়ে জামা পরার কথা বলে ঘরে ঢুকেই নিশ্চুপ আসামি : দুই ঘন্টার নাটকেও হলো না রক্ষা, অবেশেষে ধরা দিলেন কবির

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জামা পড়ার কথা বলে বাড়ির ভিতরে ঢুকে প্রায় দু’ঘন্টা পুলিশের সাথে তালবাহানার পর অবশেষে পুলিশের সামনে হাজির হলেন আসামি। পরে গতরাত ১টার দিকে তাকে আটক করে থানায় নেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে, চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার চাঁদমারি মাঠের অদূরে। চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আলমগীর কবিরকে আটক করতে গেলে এ ঘটনা ঘটান স্বয়ং আসামি নিজেই। দুই ঘন্টা পর অবশ্য তিনি অপেক্ষারত গলদঘর্ম পুলিশের সামনে হাজির হন। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি আলমগীর কবিরকে আটক করতে চুয়াডাঙ্গা শহরের চাঁদমারি মাঠের অদূরে বাড়িতে যায় সদর থানা পুলিশ। বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করলে পুলিশের সাথে কথাও বলেন আলমগীর কবির। তাকে থানায় যেতে হবে বলে জানায় পুলিশ। এসময় আলমগীর কবির জামা পড়ার জন্য পুলিশ সদস্যদের বাইরে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভিতরে যান। তার ফেরার অপেক্ষায় থাকেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই প্রসাদ কুমারসহ সঙ্গীয় ফোর্স। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও তিনি ফেরত না আসায় আবারও ডাকাডাকি শুরু করে পুলিশ। কোন সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে বিষয়টি থানায় জানানো হয়। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম এবং সদর থানায় এসআই ইবনে খালিদ ঘটনাস্থলে যান। তারা আলমগীর কবিরকে বাইরে নেয়ার জন্য চেষ্টা চালান। একপর্যায়ে আশপাশের লোকজনও সেখানে জড়ো হয়। প্রায় দু’ঘন্টা পর বাড়ির সামনে অপেক্ষায় রেখে যাওয়া পুলিশের সামনে হাজির হন আলমগীর কবির। পরে গতরাত ১টার দিকে তাকে আটক করে সদর থানায় নেয়া হয়। আটককৃত আলমগীর কবির (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকার মৃত খোদা বক্সের ছেলে। বর্তমানে তিনি কোর্টপাড়ার চাঁদমারি মাঠের অদূরে বসবাস করেন। আটককৃত আলমগীর কবিরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় পুলিশকে দাঁড় করিয়ে জামা পরার কথা বলে ঘরে ঢুকেই নিশ্চুপ আসামি : দুই ঘন্টার নাটকেও হলো না রক্ষা, অবেশেষে ধরা দিলেন কবির

আপলোড টাইম : ০৪:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: জামা পড়ার কথা বলে বাড়ির ভিতরে ঢুকে প্রায় দু’ঘন্টা পুলিশের সাথে তালবাহানার পর অবশেষে পুলিশের সামনে হাজির হলেন আসামি। পরে গতরাত ১টার দিকে তাকে আটক করে থানায় নেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে, চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার চাঁদমারি মাঠের অদূরে। চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আলমগীর কবিরকে আটক করতে গেলে এ ঘটনা ঘটান স্বয়ং আসামি নিজেই। দুই ঘন্টা পর অবশ্য তিনি অপেক্ষারত গলদঘর্ম পুলিশের সামনে হাজির হন। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি আলমগীর কবিরকে আটক করতে চুয়াডাঙ্গা শহরের চাঁদমারি মাঠের অদূরে বাড়িতে যায় সদর থানা পুলিশ। বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করলে পুলিশের সাথে কথাও বলেন আলমগীর কবির। তাকে থানায় যেতে হবে বলে জানায় পুলিশ। এসময় আলমগীর কবির জামা পড়ার জন্য পুলিশ সদস্যদের বাইরে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভিতরে যান। তার ফেরার অপেক্ষায় থাকেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই প্রসাদ কুমারসহ সঙ্গীয় ফোর্স। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও তিনি ফেরত না আসায় আবারও ডাকাডাকি শুরু করে পুলিশ। কোন সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে বিষয়টি থানায় জানানো হয়। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম এবং সদর থানায় এসআই ইবনে খালিদ ঘটনাস্থলে যান। তারা আলমগীর কবিরকে বাইরে নেয়ার জন্য চেষ্টা চালান। একপর্যায়ে আশপাশের লোকজনও সেখানে জড়ো হয়। প্রায় দু’ঘন্টা পর বাড়ির সামনে অপেক্ষায় রেখে যাওয়া পুলিশের সামনে হাজির হন আলমগীর কবির। পরে গতরাত ১টার দিকে তাকে আটক করে সদর থানায় নেয়া হয়। আটককৃত আলমগীর কবির (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকার মৃত খোদা বক্সের ছেলে। বর্তমানে তিনি কোর্টপাড়ার চাঁদমারি মাঠের অদূরে বসবাস করেন। আটককৃত আলমগীর কবিরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।