ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ধানের শীষের ভোটশূন্য কেন্দ্র!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলাধীন চিৎলা ইউনিয়নের দু’টি কেন্দ্রসহ একাধিক কেন্দ্র থেকে কাকতালীয় ফলাফল এসেছে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে। ফলাফলে দেখা যায় ৩২ নং কেন্দ্র কয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ একটিও ভোট পাননি, ফলাফল শূন্য। ওই কেন্দ্র থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এড. সোহরাব হোসেন পেয়েছেন ৮ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪ ও মুসলিম লীগের হারিকেনের প্রার্থী মেরিনা আক্তার পান ১৮ ভোট। বাতিল হয়েছে ৪২টি ভোট। এ ছাড়াও একই ইউনিয়নের ২৯নং হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীক ২ ভোট পায়। এই কেন্দ্রের ৩ হাজার ৪৩৩টি ভোটের মধ্যে ৩ হাজার ১৮টি ভোট পেয়েছে নৌকা, অন্যান্যরা পেয়েছেন ৪১ ভোট। এরমক আরও অনেক কেন্দ্রেই ৫ থেকে ১০ ভোট পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। তিনি অভিযোগ করে বলেন, ‘এসব কেন্দ্রে বিএনপি’র ভোট অনেক বেশি। কিন্তু আওয়ামী লীগের লোকজন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে। এরপর কেন্দ্র দখল করে ইচ্ছেমতো জালভোট দিয়ে বাক্স ভর্তি করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ধানের শীষের ভোটশূন্য কেন্দ্র!

আপলোড টাইম : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলাধীন চিৎলা ইউনিয়নের দু’টি কেন্দ্রসহ একাধিক কেন্দ্র থেকে কাকতালীয় ফলাফল এসেছে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে। ফলাফলে দেখা যায় ৩২ নং কেন্দ্র কয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ একটিও ভোট পাননি, ফলাফল শূন্য। ওই কেন্দ্র থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এড. সোহরাব হোসেন পেয়েছেন ৮ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪ ও মুসলিম লীগের হারিকেনের প্রার্থী মেরিনা আক্তার পান ১৮ ভোট। বাতিল হয়েছে ৪২টি ভোট। এ ছাড়াও একই ইউনিয়নের ২৯নং হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীক ২ ভোট পায়। এই কেন্দ্রের ৩ হাজার ৪৩৩টি ভোটের মধ্যে ৩ হাজার ১৮টি ভোট পেয়েছে নৌকা, অন্যান্যরা পেয়েছেন ৪১ ভোট। এরমক আরও অনেক কেন্দ্রেই ৫ থেকে ১০ ভোট পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। তিনি অভিযোগ করে বলেন, ‘এসব কেন্দ্রে বিএনপি’র ভোট অনেক বেশি। কিন্তু আওয়ামী লীগের লোকজন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে। এরপর কেন্দ্র দখল করে ইচ্ছেমতো জালভোট দিয়ে বাক্স ভর্তি করা হয়েছে।’