ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • / ২৪১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। সেই অনুযায়ী চুয়াডাঙ্গায় বুধবার রাত পৌনে ১০টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস জানায়, পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানিয়েছিলেন, রাজশাহীতে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে এবং তা বর্তমানে পাবনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এটি বুধবার রাতে ঢাকায় আঘাত হানতে পারে। অত্যাধিক তাপের ভারী সঞ্চালনের কারণে বর্ষার আগে কালবৈশাখী ঝড় দেখা দেয় বলে জানান তিনি। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি

আপলোড টাইম : ১০:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০

সমীকরণ প্রতিবেদন:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। সেই অনুযায়ী চুয়াডাঙ্গায় বুধবার রাত পৌনে ১০টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস জানায়, পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানিয়েছিলেন, রাজশাহীতে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে এবং তা বর্তমানে পাবনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এটি বুধবার রাতে ঢাকায় আঘাত হানতে পারে। অত্যাধিক তাপের ভারী সঞ্চালনের কারণে বর্ষার আগে কালবৈশাখী ঝড় দেখা দেয় বলে জানান তিনি। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।