ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বক্তরা- তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

DSCN4209

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসসহ অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। পরে মেলা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছূফী উল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস, এম ইসরাফিল, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মুন্সী আবু সাঈফের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দেসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক, নবীণ ও প্রবীণ উদ্ভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন নতুন উদ্ভাবন বিশেষ ভূমিকা রাখছে। বিভিন্ন সেবা প্রদানেও ডিজিটাল পদ্ধতি সকলকে সেবা দিচ্ছে। ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন তা বাস্তবায়নে প্রয়োজন সকলের সহযোগিতা। ডিজিটাল উদ্ভাবনী মেলা যেমন উদ্ভাবকদের উৎসাহ দিচ্ছে তেমনই জণগনের দোরগোড়ায় সেবা প্রদানে সহায়ক হচ্ছে।  বক্তার আরো বলেন, উন্নত বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির সাথে তাল মেলাতে হলে জাতি হিসেবে আমাদের তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ হতে হবে। তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এই ব্যাপারে রয়েছে মহা-পরিকল্পনা। এ লক্ষ্য অর্জনে চলছে নানামুখি কর্মতৎপরতা। সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন এটুআই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে তথ্য-প্রযুক্তির সেই মহাসড়কের নিরন্তর সহযাত্রী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ বছর টাউন ফুটবল মাঠে জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় স্থান পেয়েছে ৬৩টি উদ্ভাবনী ও সেবাদানকারী স্টল। মেলার আকর্ষণকে আরো বাড়িয়ে তুলতে এবছরই প্রথম অংশ নিয়েছে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা। মেলার প্যাভিলিয়ন-১ ই সেবা সমূহের ৭০ নং স্টলটিতে স্থান পেয়েছে সময়ের সমীকরণ। সময়ের সমীকরণ পত্রিকারও রয়েছে একটি উদ্ভাবন। অতি শিঘ্রই সমীকরণের পাতায় আসছে সাহিত্য সংযোজন। তারই উদ্ভাবন হিসেবে মেলার দর্শনার্থীদের কাছে সাহিত্য পাতার নাম আহবান করা হয়েছে। পরিদর্শন কালে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ সাহিত্য পাতার বিভিন্ন নাম প্রস্তাব স্টলের রেজিস্টারে নথিভুক্ত করেন। তাদের মধ্যে নির্বাচিত নামেই হবে সময়ের সমীকরণ পত্রিকার সাহিত্য পাতা। নির্বাচিত নাম প্রস্তাবকারীর জন্য থাবছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। সন্ধ্যায় মেলার মঞ্চে আলমডাঙ্গা কলা কেন্দ্রের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বক্তরা- তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

আপলোড টাইম : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭

DSCN4209

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসসহ অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। পরে মেলা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছূফী উল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস, এম ইসরাফিল, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মুন্সী আবু সাঈফের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দেসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক, নবীণ ও প্রবীণ উদ্ভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন নতুন উদ্ভাবন বিশেষ ভূমিকা রাখছে। বিভিন্ন সেবা প্রদানেও ডিজিটাল পদ্ধতি সকলকে সেবা দিচ্ছে। ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন তা বাস্তবায়নে প্রয়োজন সকলের সহযোগিতা। ডিজিটাল উদ্ভাবনী মেলা যেমন উদ্ভাবকদের উৎসাহ দিচ্ছে তেমনই জণগনের দোরগোড়ায় সেবা প্রদানে সহায়ক হচ্ছে।  বক্তার আরো বলেন, উন্নত বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির সাথে তাল মেলাতে হলে জাতি হিসেবে আমাদের তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ হতে হবে। তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এই ব্যাপারে রয়েছে মহা-পরিকল্পনা। এ লক্ষ্য অর্জনে চলছে নানামুখি কর্মতৎপরতা। সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন এটুআই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে তথ্য-প্রযুক্তির সেই মহাসড়কের নিরন্তর সহযাত্রী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ বছর টাউন ফুটবল মাঠে জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় স্থান পেয়েছে ৬৩টি উদ্ভাবনী ও সেবাদানকারী স্টল। মেলার আকর্ষণকে আরো বাড়িয়ে তুলতে এবছরই প্রথম অংশ নিয়েছে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা। মেলার প্যাভিলিয়ন-১ ই সেবা সমূহের ৭০ নং স্টলটিতে স্থান পেয়েছে সময়ের সমীকরণ। সময়ের সমীকরণ পত্রিকারও রয়েছে একটি উদ্ভাবন। অতি শিঘ্রই সমীকরণের পাতায় আসছে সাহিত্য সংযোজন। তারই উদ্ভাবন হিসেবে মেলার দর্শনার্থীদের কাছে সাহিত্য পাতার নাম আহবান করা হয়েছে। পরিদর্শন কালে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ সাহিত্য পাতার বিভিন্ন নাম প্রস্তাব স্টলের রেজিস্টারে নথিভুক্ত করেন। তাদের মধ্যে নির্বাচিত নামেই হবে সময়ের সমীকরণ পত্রিকার সাহিত্য পাতা। নির্বাচিত নাম প্রস্তাবকারীর জন্য থাবছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। সন্ধ্যায় মেলার মঞ্চে আলমডাঙ্গা কলা কেন্দ্রের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।