ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডাস্টবিন অপসারনের দাবিতে প্রতিবাদ সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
  • / ২০৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌরসভার অন্তর্ভুক্ত ২ নম্বর ওয়ার্ডের বনানীপাড়া, বুদ্ধিমানপাড়া, শান্তিপাড়া ও পলাশপাড়ার আয়োজনে চুয়াডাঙ্গা পৌরসভার ডাস্টবিন বনানীপাড়ার লোকালয়-সংলগ্ন দুই শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান ও কবরস্থানের নিকটবর্তী নির্ধারিত হওয়ায় স্থানীয় জনগণ এ ডাস্টবিন অপসারণের দাবিতে প্রতিবাদ সভা করেছেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় মুরব্বি আব্দুল কাদের জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ডাস্টবিন জনগণের উপকারের জন্য, কল্যাণের জন্য, কিন্তু এ ডাস্টবিন জনগণের কল্যাণের জন্য নয়। ডাস্টবিন যেখানে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি লোকালয় থেকে মাত্র দুই শ গজ দূরে এবং এর পাশেই ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান ও কবরস্থান রয়েছে। এ ছাড়া ডাস্টবিনের জন্য নির্ধারিত জমিটি লোকালয়মুখী দক্ষিণ দিকে হওয়ায় বায়ু দূষণের প্রভাবে এলাকাও দূষিত হবে। সার্বিক বিষয়গুলো বিবেচনা করে ডাস্টবিনের জন্য নির্ধারিত জায়গা পরিবর্তন করে জনস্বার্থে আরও ২-৩ কিলোমিটার দূরে স্থাপন করার জন্য চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ এ ছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য দেন লুৎফর ম-ল, আলহাজ্ব আতিয়ার রহমান, জয়নাল আবেদিন, রমজান আলী বিশ্বাস, ইদ্রিস ম-ল, আলী জোয়ার্দ্দার, আব্দুল্লাহ, ওসমান জোয়ার্দ্দার, তরিকুল জনিসহ স্থানীয় জনগণ। প্রতিবাদ সভা শেষে আব্দুল কাদের জোয়ার্দ্দারকে আহ্বায়ক এবং সুমন ইকবাল ও তরিকুল জনিকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট ডাস্টবিন অপসারণ কমিটি গঠন করা হয় এবং আগামীতে এই কমিটির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন ইকবাল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ডাস্টবিন অপসারনের দাবিতে প্রতিবাদ সভা

আপলোড টাইম : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌরসভার অন্তর্ভুক্ত ২ নম্বর ওয়ার্ডের বনানীপাড়া, বুদ্ধিমানপাড়া, শান্তিপাড়া ও পলাশপাড়ার আয়োজনে চুয়াডাঙ্গা পৌরসভার ডাস্টবিন বনানীপাড়ার লোকালয়-সংলগ্ন দুই শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান ও কবরস্থানের নিকটবর্তী নির্ধারিত হওয়ায় স্থানীয় জনগণ এ ডাস্টবিন অপসারণের দাবিতে প্রতিবাদ সভা করেছেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় মুরব্বি আব্দুল কাদের জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ডাস্টবিন জনগণের উপকারের জন্য, কল্যাণের জন্য, কিন্তু এ ডাস্টবিন জনগণের কল্যাণের জন্য নয়। ডাস্টবিন যেখানে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি লোকালয় থেকে মাত্র দুই শ গজ দূরে এবং এর পাশেই ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান ও কবরস্থান রয়েছে। এ ছাড়া ডাস্টবিনের জন্য নির্ধারিত জমিটি লোকালয়মুখী দক্ষিণ দিকে হওয়ায় বায়ু দূষণের প্রভাবে এলাকাও দূষিত হবে। সার্বিক বিষয়গুলো বিবেচনা করে ডাস্টবিনের জন্য নির্ধারিত জায়গা পরিবর্তন করে জনস্বার্থে আরও ২-৩ কিলোমিটার দূরে স্থাপন করার জন্য চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ এ ছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য দেন লুৎফর ম-ল, আলহাজ্ব আতিয়ার রহমান, জয়নাল আবেদিন, রমজান আলী বিশ্বাস, ইদ্রিস ম-ল, আলী জোয়ার্দ্দার, আব্দুল্লাহ, ওসমান জোয়ার্দ্দার, তরিকুল জনিসহ স্থানীয় জনগণ। প্রতিবাদ সভা শেষে আব্দুল কাদের জোয়ার্দ্দারকে আহ্বায়ক এবং সুমন ইকবাল ও তরিকুল জনিকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট ডাস্টবিন অপসারণ কমিটি গঠন করা হয় এবং আগামীতে এই কমিটির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন ইকবাল।