ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / ৫৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহফুজ আলী (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাস টার্মিনালের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ আলী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসারী গ্রামের বজলুর রহমানের ছেলে ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে মাহফুজ একটি মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। এ সময় চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডে নিকট পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে হেফাজতে নিলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, মাহফুজের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে ঝিনাইদহ বাস টার্মিনালের নিকট ট্রাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মাহফুজের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ট্রাকটি (চুয়াডাঙ্গা ট-১১-০৮৮১) জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

আপলোড টাইম : ০৮:৫৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহফুজ আলী (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাস টার্মিনালের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ আলী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসারী গ্রামের বজলুর রহমানের ছেলে ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে মাহফুজ একটি মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। এ সময় চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডে নিকট পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে হেফাজতে নিলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, মাহফুজের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে ঝিনাইদহ বাস টার্মিনালের নিকট ট্রাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মাহফুজের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ট্রাকটি (চুয়াডাঙ্গা ট-১১-০৮৮১) জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।