ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
  • / ৩০৬ বার পড়া হয়েছে

আমাদের সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৮ পালন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসাবে থেকে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, কেরু এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনার হাসিনা মমতাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতি হিসেবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং আমাদের সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে। খাদ্য-বস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমাদেরই উৎপাদন করতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে শ্রমিকরা বেশি মজুরী পাওয়ার পাশাপাশি মালিকরাও অধিক মুনাফা পাবেন। ভোক্তারা পাবেন সস্তায় মানসম্মত পণ্য ও সেবা। সর্বোপরি উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে সরকারের আয় বাড়বে, শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং দেশ সমৃদ্ধির সোপানে এগোবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে বক্তারা

আপলোড টাইম : ০৯:২৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮

আমাদের সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৮ পালন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসাবে থেকে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, কেরু এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনার হাসিনা মমতাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতি হিসেবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং আমাদের সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে। খাদ্য-বস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমাদেরই উৎপাদন করতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে শ্রমিকরা বেশি মজুরী পাওয়ার পাশাপাশি মালিকরাও অধিক মুনাফা পাবেন। ভোক্তারা পাবেন সস্তায় মানসম্মত পণ্য ও সেবা। সর্বোপরি উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে সরকারের আয় বাড়বে, শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং দেশ সমৃদ্ধির সোপানে এগোবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।