ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চোলাই মদ ও গাঁজাসহ একজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও অপরস্থানে অভিযান চালিয়ে আব্দুর রহমান নামের আরেকজনকে গাঁজাসহ আটক করা হয়। পরে আব্দুর রহমানেক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আব্দুর রহমান (৩৮) সদর উপজেলার জালশুকা ঈদাপাড়ার মৃত আবু তালেবের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে সদর উপজেলার ঝাজরি দক্ষিণপাড়ায় আব্বাস আলীর আড়িতে অভিযান চালায়। আব্বাস আলী (৫০) পালিয়ে গেলেও তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পলাতক আব্বাস আলীর নামে দর্শনা থানায় একটি নিয়মিত মাদক মামলা করা হয়। পলাতক আব্বাস আলী একই এলাকার মৃত রজব আলীর ছেলে।
এদিকে, গতকাল বেলা একটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম জালশুকা গ্রামের আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় চোলাই মদ ও গাঁজাসহ একজন আটক

আপলোড টাইম : ০৮:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও অপরস্থানে অভিযান চালিয়ে আব্দুর রহমান নামের আরেকজনকে গাঁজাসহ আটক করা হয়। পরে আব্দুর রহমানেক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আব্দুর রহমান (৩৮) সদর উপজেলার জালশুকা ঈদাপাড়ার মৃত আবু তালেবের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে সদর উপজেলার ঝাজরি দক্ষিণপাড়ায় আব্বাস আলীর আড়িতে অভিযান চালায়। আব্বাস আলী (৫০) পালিয়ে গেলেও তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পলাতক আব্বাস আলীর নামে দর্শনা থানায় একটি নিয়মিত মাদক মামলা করা হয়। পলাতক আব্বাস আলী একই এলাকার মৃত রজব আলীর ছেলে।
এদিকে, গতকাল বেলা একটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম জালশুকা গ্রামের আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।