ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চুরির সময় হাতেনাতে দু’চোর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • / ৪৩৯ বার পড়া হয়েছে

?

বেশ কয়েক দফা চুরির পর অবশেষে দু’নাইটগার্ডের সতর্কতায়

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বড়বাজারে কয়েক মাসে বেশ কয়েক দফা চুরির পর অবশেষে চুরির টাকাসহ দুই চোরকে আটক করেছে বাজারের দুই নাইটগার্ড। হাতেনাতে চোর আটক করায় দু’গাইর্ডকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার নিচের বাজারে স্বজলের সুপারির দোকান থেকে প্রায় ৪৬ হাজার টাকা চুরি করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকে চুরি মামলায় আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- জ্বিনতলা পাড়ার সজীব (১৯), দৌলতদিয়াড়ের রিকন (২৪) ও জাফরপুরের সবুজ (২২)। জানা যায়, গত প্রায় একমাস ধরে চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার নিচের বাজারে কয়েক দফা চুরির ঘটনা ঘটে। চোরের উৎপাতে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা। গত কয়েকদিন পূর্বে নিচের বাজারের খোকনের দোকান থেকে ৫০ হাজার টাকা চুরি হয়। এর কিছুদিন পর সুমনের দোকান থেকে চুরি হয় ৩০ হাজার টাকা। চোরের আতঙ্কে যখন ব্যবসায়ীরা অতিষ্ঠ, ঠিক তখনি বাজারের দুই নাইটগার্ড হাতে নাতে দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার দিবাগত রাতে নিচের বাজারে স্বজলের সুপারির দোকান থেকে ৪৫ হাজার ৬শ’ ২৫টাকা চুরি করে বস্তায় ভরে পলানোর সময় বাজারের দুই নাইটগার্ড জালাল ও মোশারফ হাতেনাতে জ্বিনতলা পাড়ার মৃত মোশারফের ছেলে সজীব, দৌলতদিয়াড়ের আব্দুল কালামের ছেলে রিকনকে আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সদর থানার এসআই আবু সায়েম জাফরপুরের ঝের খলিফার ছেলে সবুজ নামে আরো একজনকে আটক করেন। পরে দোকান মালিক স্বজল বাদি হয়ে মামলা দায়ের করলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় চুরির সময় হাতেনাতে দু’চোর আটক

আপলোড টাইম : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯

বেশ কয়েক দফা চুরির পর অবশেষে দু’নাইটগার্ডের সতর্কতায়

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বড়বাজারে কয়েক মাসে বেশ কয়েক দফা চুরির পর অবশেষে চুরির টাকাসহ দুই চোরকে আটক করেছে বাজারের দুই নাইটগার্ড। হাতেনাতে চোর আটক করায় দু’গাইর্ডকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার নিচের বাজারে স্বজলের সুপারির দোকান থেকে প্রায় ৪৬ হাজার টাকা চুরি করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকে চুরি মামলায় আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- জ্বিনতলা পাড়ার সজীব (১৯), দৌলতদিয়াড়ের রিকন (২৪) ও জাফরপুরের সবুজ (২২)। জানা যায়, গত প্রায় একমাস ধরে চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার নিচের বাজারে কয়েক দফা চুরির ঘটনা ঘটে। চোরের উৎপাতে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা। গত কয়েকদিন পূর্বে নিচের বাজারের খোকনের দোকান থেকে ৫০ হাজার টাকা চুরি হয়। এর কিছুদিন পর সুমনের দোকান থেকে চুরি হয় ৩০ হাজার টাকা। চোরের আতঙ্কে যখন ব্যবসায়ীরা অতিষ্ঠ, ঠিক তখনি বাজারের দুই নাইটগার্ড হাতে নাতে দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার দিবাগত রাতে নিচের বাজারে স্বজলের সুপারির দোকান থেকে ৪৫ হাজার ৬শ’ ২৫টাকা চুরি করে বস্তায় ভরে পলানোর সময় বাজারের দুই নাইটগার্ড জালাল ও মোশারফ হাতেনাতে জ্বিনতলা পাড়ার মৃত মোশারফের ছেলে সজীব, দৌলতদিয়াড়ের আব্দুল কালামের ছেলে রিকনকে আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সদর থানার এসআই আবু সায়েম জাফরপুরের ঝের খলিফার ছেলে সবুজ নামে আরো একজনকে আটক করেন। পরে দোকান মালিক স্বজল বাদি হয়ে মামলা দায়ের করলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।