ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চীনা টিকা নিলেন আরও ১২৮ জন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনা টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে আরও ১২৮ জন সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত করোনা টিকাদান কেন্দ্রে জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এই টিকা প্রদান করা হয়। গতকাল প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৮ জন নারী রয়েছেন। এরমধ্যে পূর্বের রেজিস্ট্রেশনকৃত ৩৭ জন, নার্সিং স্টুডেন্ট ৪০ জন, নার্স ও পুলিশ সদস্য ৫১ জন।
জানা যায়, গত শনিবার ১৯ জুন থেকে জেলার একটি মাত্র টিকাদান কেন্দ্রে সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়। গত শনিবার থেকে গতকাল পর্যন্ত পাঁচদিনে জেলায় সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন মোট ৪২৮ জন। গত ৭ ফেব্রুয়ারি জেলার চার উপজেলায় বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৮৭১ জন। ৮ এপ্রিল থেকে শুরু হয় জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। ৮ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ১০৪ জন। টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষায় আছে ২৬ হাজার ৭৬৭ জন। গত ২০ মে করোনা টিকার মজুদ শেষ হওয়ায় জেলায় টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপূর্বে গত ২৫ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কার্যক্রম। আর অনলাইনে করোনা টিকার রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে গত এপ্রিল মাসের ১৫ তারিখে। জেলায় ফাইজারের টিকা নিতে এ যাবত মোট নিবন্ধন করেছেন ৬৬ হাজার ৫৭৬ জন। তবে এবার জেলা সিভিল সার্জন অফিসে ৪ হাজার ৮০০ ডোজ সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন আসায় প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করেও টিকা না পাওয়া ৮ হাজার ৪০৫ জনের মধ্যে ২ হাজার ৪০০ জন এই টিকা পাবেন। এই ২ হাজার ৪০০ জনের জন্য দ্বিতীয় ডোজের টিকাও নিশ্চিত মজুদ রাখবে জেলা স্বাস্থ্যবিভাগ। প্রথম ডোজ প্রহণের ৪ সপ্তাহ পরে পর্যায়ক্রমে তাঁদেরকে একই টিকা কেন্দ্র থেকে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
চুয়াডাঙ্গা করোনা টিকাদান কর্মসূচির আহ্বায়ক ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান বলেন, ‘জেলায় সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের পাঁচদিনে ৪২৮ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। টিকা গ্রহণের পর অন্তত ৩০ মিনিট টিকা গ্রহীতাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে। এখন পর্যন্ত কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে কোনো অভিযোগ আসেনি। এই পর্বে যে পরিমান টিকা এসেছে তা দিয়ে ২ হাজার ৪০০ জনের শরীরে প্রথম ও দ্বিতীয় দুইটি ডোজই প্রদান করা যাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় চীনা টিকা নিলেন আরও ১২৮ জন

আপলোড টাইম : ০৯:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনা টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে আরও ১২৮ জন সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত করোনা টিকাদান কেন্দ্রে জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এই টিকা প্রদান করা হয়। গতকাল প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৮ জন নারী রয়েছেন। এরমধ্যে পূর্বের রেজিস্ট্রেশনকৃত ৩৭ জন, নার্সিং স্টুডেন্ট ৪০ জন, নার্স ও পুলিশ সদস্য ৫১ জন।
জানা যায়, গত শনিবার ১৯ জুন থেকে জেলার একটি মাত্র টিকাদান কেন্দ্রে সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়। গত শনিবার থেকে গতকাল পর্যন্ত পাঁচদিনে জেলায় সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন মোট ৪২৮ জন। গত ৭ ফেব্রুয়ারি জেলার চার উপজেলায় বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৮৭১ জন। ৮ এপ্রিল থেকে শুরু হয় জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। ৮ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ১০৪ জন। টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষায় আছে ২৬ হাজার ৭৬৭ জন। গত ২০ মে করোনা টিকার মজুদ শেষ হওয়ায় জেলায় টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপূর্বে গত ২৫ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কার্যক্রম। আর অনলাইনে করোনা টিকার রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে গত এপ্রিল মাসের ১৫ তারিখে। জেলায় ফাইজারের টিকা নিতে এ যাবত মোট নিবন্ধন করেছেন ৬৬ হাজার ৫৭৬ জন। তবে এবার জেলা সিভিল সার্জন অফিসে ৪ হাজার ৮০০ ডোজ সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন আসায় প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করেও টিকা না পাওয়া ৮ হাজার ৪০৫ জনের মধ্যে ২ হাজার ৪০০ জন এই টিকা পাবেন। এই ২ হাজার ৪০০ জনের জন্য দ্বিতীয় ডোজের টিকাও নিশ্চিত মজুদ রাখবে জেলা স্বাস্থ্যবিভাগ। প্রথম ডোজ প্রহণের ৪ সপ্তাহ পরে পর্যায়ক্রমে তাঁদেরকে একই টিকা কেন্দ্র থেকে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
চুয়াডাঙ্গা করোনা টিকাদান কর্মসূচির আহ্বায়ক ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান বলেন, ‘জেলায় সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের পাঁচদিনে ৪২৮ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। টিকা গ্রহণের পর অন্তত ৩০ মিনিট টিকা গ্রহীতাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে। এখন পর্যন্ত কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে কোনো অভিযোগ আসেনি। এই পর্বে যে পরিমান টিকা এসেছে তা দিয়ে ২ হাজার ৪০০ জনের শরীরে প্রথম ও দ্বিতীয় দুইটি ডোজই প্রদান করা যাবে।