ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গ্রিল ভেঙে চুরির ঘটনায় আটক ২

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় স্কুলশিক্ষিকার বাড়ির জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার স্কুলশিক্ষিকা তহমিনা খাতুন বাদী হয়ে সদর থানায় একটি চুরির মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার হক পাড়ার মুনছুরের ছেলে হৃদয় (২১) ও সদরের জাফরপুর গ্রামের পার হউজ পাড়ার আব্দুল জলিলের ছেলে শাহিন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, গতকাল স্কুলশিক্ষিকা থানায় বাদী হয়ে একটি চুরির মামলা করলে অভিযানে নামে পুলিশ। পরে পৃথক অভিযানে পৃথক স্থান থেকে ওই দুইজনকে আটক করা হয়। এরমধ্যে শাহিনের নামে চুয়াডাঙ্গাসহ আশপাশের অনেক থানায় একাধিক চুরির মামলা আছে। তিনি ২০১৪ সালে চুয়াডাঙ্গা কোর্ট হাজতের লোহার গ্রিল ভেঙে পালিয়ে যান। ওসি আরও জানান, শাহিন যতবার আটক হয়েছে প্রতিবারই তাঁর পিতার নাম পরিবর্তন করে দিতেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যরাতে চুয়াডাঙ্গা শহরের ডিজিটাল মোড়ের এক বৃদ্ধা স্কুলশিক্ষিকার দোতলা বাড়ির জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় ৬-৭ লাখ টাকার সোনার গয়না, নগদ ৭০ হাজার টাকাসহ বেশ কিছু দামি শাড়ি-কাপড় চুরি করে নিয়ে যায় চোরের দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় গ্রিল ভেঙে চুরির ঘটনায় আটক ২

আপলোড টাইম : ০৯:৩১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় স্কুলশিক্ষিকার বাড়ির জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার স্কুলশিক্ষিকা তহমিনা খাতুন বাদী হয়ে সদর থানায় একটি চুরির মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার হক পাড়ার মুনছুরের ছেলে হৃদয় (২১) ও সদরের জাফরপুর গ্রামের পার হউজ পাড়ার আব্দুল জলিলের ছেলে শাহিন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, গতকাল স্কুলশিক্ষিকা থানায় বাদী হয়ে একটি চুরির মামলা করলে অভিযানে নামে পুলিশ। পরে পৃথক অভিযানে পৃথক স্থান থেকে ওই দুইজনকে আটক করা হয়। এরমধ্যে শাহিনের নামে চুয়াডাঙ্গাসহ আশপাশের অনেক থানায় একাধিক চুরির মামলা আছে। তিনি ২০১৪ সালে চুয়াডাঙ্গা কোর্ট হাজতের লোহার গ্রিল ভেঙে পালিয়ে যান। ওসি আরও জানান, শাহিন যতবার আটক হয়েছে প্রতিবারই তাঁর পিতার নাম পরিবর্তন করে দিতেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যরাতে চুয়াডাঙ্গা শহরের ডিজিটাল মোড়ের এক বৃদ্ধা স্কুলশিক্ষিকার দোতলা বাড়ির জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় ৬-৭ লাখ টাকার সোনার গয়না, নগদ ৭০ হাজার টাকাসহ বেশ কিছু দামি শাড়ি-কাপড় চুরি করে নিয়ে যায় চোরের দল।