ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে নজির উদ্দীন (৫৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের বন্দর মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা জখম নজিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম নজির তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের বসতিপাড়ার মৃত আফসার আলীর ছেলে।
জখম নজির উদ্দীনের ছেলে হাবুল আলী বলেন, বন্দরমাঠে বড়শলুয়া গ্রামের হান্নান মিয়ার ধানখেত রয়েছে। সকালে গ্রামের কোনো একজনের গরু সেই জমিতে ঢুকে ধান খেয়েছে। কিন্তু একই এলাকার নায়েব উদ্দীন হান্নানকে বলে নজিরের গরুতে ধান খেয়েছে। বিকেলে বন্দের মাঠে নায়েবের সঙ্গে আমার বাবার দেখা হলে মিথ্যা কেন বলেছে জানতে চাইলে তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এসময় নায়েব উদ্দীন, একই এলাকার মৃত দুঃখেলাঠের ছেলে হাবিজ উদ্দীন ও হাবিজের চাচাতো ভাই মিঠু তিনজন মিলে আমার বাবাকে গাছ কাটা দা দিয়ে কুপিয়ে জখম করে। আমি খবর পেয়ে বাবাকে মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বৃদ্ধ নজিরের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের তিনটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহত নজিরের পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় মামলার পরিকল্পনা চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ১১:৩৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে নজির উদ্দীন (৫৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের বন্দর মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা জখম নজিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম নজির তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের বসতিপাড়ার মৃত আফসার আলীর ছেলে।
জখম নজির উদ্দীনের ছেলে হাবুল আলী বলেন, বন্দরমাঠে বড়শলুয়া গ্রামের হান্নান মিয়ার ধানখেত রয়েছে। সকালে গ্রামের কোনো একজনের গরু সেই জমিতে ঢুকে ধান খেয়েছে। কিন্তু একই এলাকার নায়েব উদ্দীন হান্নানকে বলে নজিরের গরুতে ধান খেয়েছে। বিকেলে বন্দের মাঠে নায়েবের সঙ্গে আমার বাবার দেখা হলে মিথ্যা কেন বলেছে জানতে চাইলে তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এসময় নায়েব উদ্দীন, একই এলাকার মৃত দুঃখেলাঠের ছেলে হাবিজ উদ্দীন ও হাবিজের চাচাতো ভাই মিঠু তিনজন মিলে আমার বাবাকে গাছ কাটা দা দিয়ে কুপিয়ে জখম করে। আমি খবর পেয়ে বাবাকে মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বৃদ্ধ নজিরের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের তিনটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহত নজিরের পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় মামলার পরিকল্পনা চলছিল।