ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ৮৬, সুস্থ ৩২ জন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার নতুন আরও একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৩৩টি ফলাফল প্রকাশ করে। যার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামে একজন করোনা শনাক্ত হয়েছে। অন্য ৩২ জনের রিপোর্ট নেগেটিভ। গত বৃহস্পতিবার (২৮ মে) চুয়াডাঙ্গায় এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৩২ জন।
এর আগে, জীবননগর উপজেলায় ২৫ মে দুইজন করোনা রোগী শনাক্ত হয়। নতুন দুইজন করোনা রোগীর একজন উপজেলার বাঁকা গ্রামের এক নারী (৩৫) ও অপরজন ধোপাখালী গ্রামের যুবক (২৫)। ঢাকাতে চাকরি করেন তাঁরা। ঈদের পূর্বে বাড়িতে ফেরার পর তাঁদের নমুনা পরীক্ষা করালে করোনা শনাক্ত হয়।
চুয়াডাঙ্গায় প্রাতিষ্ঠানিক আইসোলেসন থেকে গত বৃহস্পতিবার (২৮ মে) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসন থেকে ৬ জন, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন থেকে ১ জন ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জনসহ ৮ জন। এ নিয়ে জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেসন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন ও হোম আইসোলেসন থেকে সুস্থ হয়েছেন আরও ৩ জনসহ মোট ৩২ জন।
এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে জেলায় গত বৃহস্পতিবার সর্বশেষ ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার নতুন কোনো নমুনা সংগ্রহ হয়নি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে ঁজানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১ হাজার ১২টি, প্রাপ্ত রিপোর্ট ৯২৬টি, পজেটিভ ৮৬টি, নেগেটিভ ৮৪০টি, সুস্থ ৩২ ও মৃত্যু ১। গত বৃহস্পতিবার পাঠানো ২৫টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ৮৬টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ৪ জন ও হোম আইসোলেসনে আছেন ৪৯ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ৮৬, সুস্থ ৩২ জন

আপলোড টাইম : ০৯:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক:
দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার নতুন আরও একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৩৩টি ফলাফল প্রকাশ করে। যার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামে একজন করোনা শনাক্ত হয়েছে। অন্য ৩২ জনের রিপোর্ট নেগেটিভ। গত বৃহস্পতিবার (২৮ মে) চুয়াডাঙ্গায় এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৩২ জন।
এর আগে, জীবননগর উপজেলায় ২৫ মে দুইজন করোনা রোগী শনাক্ত হয়। নতুন দুইজন করোনা রোগীর একজন উপজেলার বাঁকা গ্রামের এক নারী (৩৫) ও অপরজন ধোপাখালী গ্রামের যুবক (২৫)। ঢাকাতে চাকরি করেন তাঁরা। ঈদের পূর্বে বাড়িতে ফেরার পর তাঁদের নমুনা পরীক্ষা করালে করোনা শনাক্ত হয়।
চুয়াডাঙ্গায় প্রাতিষ্ঠানিক আইসোলেসন থেকে গত বৃহস্পতিবার (২৮ মে) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসন থেকে ৬ জন, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন থেকে ১ জন ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জনসহ ৮ জন। এ নিয়ে জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেসন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন ও হোম আইসোলেসন থেকে সুস্থ হয়েছেন আরও ৩ জনসহ মোট ৩২ জন।
এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে জেলায় গত বৃহস্পতিবার সর্বশেষ ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার নতুন কোনো নমুনা সংগ্রহ হয়নি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে ঁজানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১ হাজার ১২টি, প্রাপ্ত রিপোর্ট ৯২৬টি, পজেটিভ ৮৬টি, নেগেটিভ ৮৪০টি, সুস্থ ৩২ ও মৃত্যু ১। গত বৃহস্পতিবার পাঠানো ২৫টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ৮৬টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ৪ জন ও হোম আইসোলেসনে আছেন ৪৯ জন।