ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় করোনাক্রান্ত ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • / ৫২ বার পড়া হয়েছে

মেহেরপুরে আরও ১৮ জন আক্রান্ত : দেশে কোভিডে ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০৪৩
সমীকরণ প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এদিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৮৭ জনসহ দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। গত একদিনে ১২ হাজার ৬১১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। এছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ৭, খুলনায় ৭, বরিশাল ১, সিলেটে ৫, রংপুরে ৪ জন ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এর মধ্যে ১ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৯ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৪ জন রয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ জনে। গতকাল নিহত আব্দুল মান্নান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
গতকাল করোনা উপসর্গ নিয়ে কদ বানু (৪৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত কদ বানু দামুড়হুদা উপজেলার হাতিভাঙা গ্রামের মিনাজ উদ্দীনের স্ত্রী।
জানা যায়, গত ২৭ মে বৃহস্পতিবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতরোগে আক্রান্ত আব্দুল মান্নানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। ওইদিন তাঁর নমুনা থেকে সংগৃহীত নমুনায় গত শুক্রবার করোনা শনাক্ত হওয়ায় তাঁকে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
গতকাল উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া কদ বানুকে ২৫ মে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয় তাঁর পরিবারের সদস্যরা। কদ বানুর শরীরে করোনা উপসর্গ থাকায় তাঁকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এদিকে, গতকাল জেলায় আরও এক জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৭ জনে। মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ২৩ জন, আলমডাঙ্গায় ৩৬৫ জন, দামুড়হুদায় ৩৬০ জন ও জীবননগরে ২০৯ জন। গতকাল সদর উপজেলায় একজন ও দামুড়হুদায় চারজনসহ মোট পাঁচজন হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৬ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৭০ জন, আলমডাঙ্গার ৩৩৯ জন, দামুড়হুদায় ৩১৫ জন ও দামুড়হুদায় ১৯২ জন সুস্থ হয়েছেন। গতকাল শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৪৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম জানান, ২৭ মে বৃহস্পতিবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতরোগে আক্রান্ত আব্দুল মান্নানকে ইয়োলো জোনে ভর্তি করা হয়। গত শুক্রবার তাঁর করোনা শনাক্ত হলে তাঁকে আইসোলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। একই দিনে ইয়োলো জোন চিকিৎসাধীন অবস্থায় কদ বানু নামের আরও এক নারীর মৃত্যু হয়। তাঁর শরীর থেকে করোনা পরক্ষার জন্য নমুনা সংগ্রহ শেষে করোনা প্রটোকলে লাশ পরিবারের সস্যদের নিকট হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৭৬৪টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ৫২১টি, পজিটিভ ১ হাজার ৯৫৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৭৪ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৪ জন, আলমডাঙ্গায় ৭ জন, দামুড়হুদায় ৩০ জন ও জীবননগরে ১৩ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫২ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২০ জন, আলমডাঙ্গায় ৭ জন, দামুড়হুদায় ১৩ জন ও জীবননগরে ১২ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৪ জন ও দামুড়হুদার ১৭ জন ও জীবননগরের ১ জন জনসহ মোট ২২ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৭ জনের। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৫ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দায়িয়েছে ৫৬ জনে। জানা যায়, গতকাল শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪৩ টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৩৬ টি ফলাফল নেগেটিভ আসে। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫৮ জন ও মৃত্যু হয়েছে ২৩ জনের। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় করোনাক্রান্ত ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

আপলোড টাইম : ১০:১৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

মেহেরপুরে আরও ১৮ জন আক্রান্ত : দেশে কোভিডে ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০৪৩
সমীকরণ প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এদিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৮৭ জনসহ দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। গত একদিনে ১২ হাজার ৬১১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। এছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ৭, খুলনায় ৭, বরিশাল ১, সিলেটে ৫, রংপুরে ৪ জন ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এর মধ্যে ১ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৯ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৪ জন রয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ জনে। গতকাল নিহত আব্দুল মান্নান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
গতকাল করোনা উপসর্গ নিয়ে কদ বানু (৪৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত কদ বানু দামুড়হুদা উপজেলার হাতিভাঙা গ্রামের মিনাজ উদ্দীনের স্ত্রী।
জানা যায়, গত ২৭ মে বৃহস্পতিবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতরোগে আক্রান্ত আব্দুল মান্নানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। ওইদিন তাঁর নমুনা থেকে সংগৃহীত নমুনায় গত শুক্রবার করোনা শনাক্ত হওয়ায় তাঁকে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
গতকাল উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া কদ বানুকে ২৫ মে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয় তাঁর পরিবারের সদস্যরা। কদ বানুর শরীরে করোনা উপসর্গ থাকায় তাঁকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এদিকে, গতকাল জেলায় আরও এক জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৭ জনে। মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ২৩ জন, আলমডাঙ্গায় ৩৬৫ জন, দামুড়হুদায় ৩৬০ জন ও জীবননগরে ২০৯ জন। গতকাল সদর উপজেলায় একজন ও দামুড়হুদায় চারজনসহ মোট পাঁচজন হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৬ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৭০ জন, আলমডাঙ্গার ৩৩৯ জন, দামুড়হুদায় ৩১৫ জন ও দামুড়হুদায় ১৯২ জন সুস্থ হয়েছেন। গতকাল শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৪৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম জানান, ২৭ মে বৃহস্পতিবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতরোগে আক্রান্ত আব্দুল মান্নানকে ইয়োলো জোনে ভর্তি করা হয়। গত শুক্রবার তাঁর করোনা শনাক্ত হলে তাঁকে আইসোলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। একই দিনে ইয়োলো জোন চিকিৎসাধীন অবস্থায় কদ বানু নামের আরও এক নারীর মৃত্যু হয়। তাঁর শরীর থেকে করোনা পরক্ষার জন্য নমুনা সংগ্রহ শেষে করোনা প্রটোকলে লাশ পরিবারের সস্যদের নিকট হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৭৬৪টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ৫২১টি, পজিটিভ ১ হাজার ৯৫৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৭৪ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৪ জন, আলমডাঙ্গায় ৭ জন, দামুড়হুদায় ৩০ জন ও জীবননগরে ১৩ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫২ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২০ জন, আলমডাঙ্গায় ৭ জন, দামুড়হুদায় ১৩ জন ও জীবননগরে ১২ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৪ জন ও দামুড়হুদার ১৭ জন ও জীবননগরের ১ জন জনসহ মোট ২২ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৭ জনের। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৫ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দায়িয়েছে ৫৬ জনে। জানা যায়, গতকাল শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪৩ টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৩৬ টি ফলাফল নেগেটিভ আসে। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫৮ জন ও মৃত্যু হয়েছে ২৩ জনের। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।