ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এনজিওর কিস্তি আদায় বন্ধ ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • / ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জেলার কার্যক্রম পরিচালনা করে এমন সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানকে ক্ষুদ্র ঋণের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গতকাল শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ করা হয়।
চিঠিতে বলা হয়, মহামারি করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার চুয়াডাঙ্গা জেলাতে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময়মত জারিকৃত পরিপত্র এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ফলে, শ্রমজীবী, কৃষক, ভ্যানচালক, চায়ের দোকানিসহ বিভিন্ন দোকান, বিভিন্ন পেশার নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ ঋণের কিস্তি প্রদানে অসমর্থ হয়ে পড়েছেন। এমতাবস্থায় এ জেলায় কার্যক্রম পরিচালনা করে এমন সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানকে ক্ষুদ্র ঋণের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় এনজিওর কিস্তি আদায় বন্ধ ঘোষণা

আপলোড টাইম : ০৭:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জেলার কার্যক্রম পরিচালনা করে এমন সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানকে ক্ষুদ্র ঋণের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গতকাল শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ করা হয়।
চিঠিতে বলা হয়, মহামারি করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার চুয়াডাঙ্গা জেলাতে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময়মত জারিকৃত পরিপত্র এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ফলে, শ্রমজীবী, কৃষক, ভ্যানচালক, চায়ের দোকানিসহ বিভিন্ন দোকান, বিভিন্ন পেশার নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ ঋণের কিস্তি প্রদানে অসমর্থ হয়ে পড়েছেন। এমতাবস্থায় এ জেলায় কার্যক্রম পরিচালনা করে এমন সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানকে ক্ষুদ্র ঋণের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।