ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইজিবাইকভর্তি ফেনসিডিলসহ আটক ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গভীর রাতে ধাওয়া করে ইজিবাইকসহ মকবুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গত শনিবার দিবাগত ভোররাতে শহরের একাডেমি মোড় থেকে ইসলামপাড়া পর্যন্ত ধাওয়া করে ইজিবাইকে রাখা ফেনসিডিলসহ আহত অবস্থায় চালক মকবুলকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মকবুল হোসেন (৩৭) চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জ গ্রামের পুরাতন মসজিদ পাড়ার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইজিবাইকে করে ফেনসিডিলের একটি বড় চালান একাডেমি মোড়ের দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় সদর থানাা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল একাডেমি মোড়ে অবস্থান নিয়ে ইজিবাইকটি আটকানোর চেষ্টা করেন। ওই সময় চালক পুলিশের বাধা পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও তার পিছনে ধাওয়া করে। একপর্যায়ে ইসলামপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা মেরে ইজিবাইকটি ফেলে আহত অবস্থায় পালানোর চেষ্টা করেন মকবুল। পরে পুলিশ তাঁকে তাড়িয়ে ধরে। একই সঙ্গে তাঁর ইজিবাইক থেকে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
ফেনসিডিলসহ মকবুলকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, আটককৃত আসামির নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট গডফাদারসহ অর্থের যোগানদাতাদের আইনের আওতায় আনতে আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে সদর থানার পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ইজিবাইকভর্তি ফেনসিডিলসহ আটক ১

আপলোড টাইম : ০৯:২০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গভীর রাতে ধাওয়া করে ইজিবাইকসহ মকবুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গত শনিবার দিবাগত ভোররাতে শহরের একাডেমি মোড় থেকে ইসলামপাড়া পর্যন্ত ধাওয়া করে ইজিবাইকে রাখা ফেনসিডিলসহ আহত অবস্থায় চালক মকবুলকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মকবুল হোসেন (৩৭) চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জ গ্রামের পুরাতন মসজিদ পাড়ার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইজিবাইকে করে ফেনসিডিলের একটি বড় চালান একাডেমি মোড়ের দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় সদর থানাা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল একাডেমি মোড়ে অবস্থান নিয়ে ইজিবাইকটি আটকানোর চেষ্টা করেন। ওই সময় চালক পুলিশের বাধা পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও তার পিছনে ধাওয়া করে। একপর্যায়ে ইসলামপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা মেরে ইজিবাইকটি ফেলে আহত অবস্থায় পালানোর চেষ্টা করেন মকবুল। পরে পুলিশ তাঁকে তাড়িয়ে ধরে। একই সঙ্গে তাঁর ইজিবাইক থেকে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
ফেনসিডিলসহ মকবুলকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, আটককৃত আসামির নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট গডফাদারসহ অর্থের যোগানদাতাদের আইনের আওতায় আনতে আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে সদর থানার পুলিশ।