ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আরও ৩০ জন করোনা আক্রান্ত, নতুন সুস্থ ১৭

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / ২৮৯ বার পড়া হয়েছে

উপসর্গ নিয়ে মৃত পুলিশ সদস্যসহ দুজনের শরীরে মিলেছে ভাইরাস কোভিড-১৯
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে মৃত এক পুলিশ সদস্যসহ দুজনের নমুনার ফলাফল করোনা পজিটিভ। গতকাল মঙ্গলবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৭১ জনে। গতকাল আক্রান্ত ৩০ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলর ৪ জন ও জীবননগর উপজেলার ৩ জন রয়েছেন। নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৫ জন। আক্রান্তদের বয়স ৯ থেকে ৮২ বছর পর্যন্ত।
জানা যায়, গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলা সিভিল সার্জন অফিসে ২২ আগস্ট ও ২৩ আগস্ট করোনা উপসর্গ নিয়ে মৃত আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য আব্দুল হান্নান (৪৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়ার ইউনুস আলী (৬৫) সহ প্রেরিত নমুনার মধ্যে মোট ৬৯ জনের নমুনার ফলাফল এসে পৌঁছায়। এর মধ্যে ৩০ জনের রিপোর্ট পজিটিভ ও ৩৬ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।
গতকাল জেলায় নতুন ১৭ জন সুস্থ হয়েছেন। সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১৫ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৫৬ জন। করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৪৩ জনের নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২০ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ৭ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ৬ জনের ও জীবননগর উপজেলা থেকে ১০ জনের নমুনাসহ সংগৃহীত ৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, জেলায় নতুন ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৩ আগস্ট করোনা উপসর্গ নিয়ে মৃত দুজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৮২৭টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৬৫৪টি, পজিটিভ ১ হাজার ১৭১ জন ও নেগেটিভ ৩ হাজার ৩৯৩ জন। ফলাফল পেতে বাকি আছে ১৭টি নমুনার। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হোম আইসোলেশন থেকে ১৫ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন দুজনসহ থেকে মোট ১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৬৫৬ জন ও মৃত্যু ২৮ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪৪৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৭ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় আরও ৩০ জন করোনা আক্রান্ত, নতুন সুস্থ ১৭

আপলোড টাইম : ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

উপসর্গ নিয়ে মৃত পুলিশ সদস্যসহ দুজনের শরীরে মিলেছে ভাইরাস কোভিড-১৯
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে মৃত এক পুলিশ সদস্যসহ দুজনের নমুনার ফলাফল করোনা পজিটিভ। গতকাল মঙ্গলবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৭১ জনে। গতকাল আক্রান্ত ৩০ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলর ৪ জন ও জীবননগর উপজেলার ৩ জন রয়েছেন। নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৫ জন। আক্রান্তদের বয়স ৯ থেকে ৮২ বছর পর্যন্ত।
জানা যায়, গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলা সিভিল সার্জন অফিসে ২২ আগস্ট ও ২৩ আগস্ট করোনা উপসর্গ নিয়ে মৃত আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য আব্দুল হান্নান (৪৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়ার ইউনুস আলী (৬৫) সহ প্রেরিত নমুনার মধ্যে মোট ৬৯ জনের নমুনার ফলাফল এসে পৌঁছায়। এর মধ্যে ৩০ জনের রিপোর্ট পজিটিভ ও ৩৬ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।
গতকাল জেলায় নতুন ১৭ জন সুস্থ হয়েছেন। সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১৫ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৫৬ জন। করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৪৩ জনের নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২০ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ৭ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ৬ জনের ও জীবননগর উপজেলা থেকে ১০ জনের নমুনাসহ সংগৃহীত ৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, জেলায় নতুন ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৩ আগস্ট করোনা উপসর্গ নিয়ে মৃত দুজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৮২৭টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৬৫৪টি, পজিটিভ ১ হাজার ১৭১ জন ও নেগেটিভ ৩ হাজার ৩৯৩ জন। ফলাফল পেতে বাকি আছে ১৭টি নমুনার। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হোম আইসোলেশন থেকে ১৫ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন দুজনসহ থেকে মোট ১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৬৫৬ জন ও মৃত্যু ২৮ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪৪৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৭ জন।