ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ৩১টি মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারে এসপি জাহিদের ঈদ উপহার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
  • / ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ৩১টি মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ঈদসামগ্রী উপহার দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল সোমবার নিজ উদ্যোগে তিনি এ উপহার-সামগ্রী চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ৩১ জন বীর মুক্তিযোদ্ধার পুলিশ পরিবারের বাড়িতে পৌঁছে দেন।
১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাত্রে যখন রক্ত পিপাষু পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই রাতে বাঙালি জাতির মুক্তির দিশারীরুপে রাজারবাগ পুলিশ লাইনস থেকে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা। পুলিশ মুক্তিযোদ্ধাগণ শুধু বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানই নয়, তাঁরা বাংলাদেশ পুলিশের গৌরবজ্জ্বল সদস্য। এই বিষয়টি মনে প্রাণে ধারণ ও লালন করে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ জেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের মধ্যে এ ঈদ উপহার-সামগ্রী প্রদান করেন। ঈদ উপহার হিসেবে শাড়ী, থ্রি-পিস, পাঞ্জাবি, পায়জামা, বেবি সেট (পরিবারের সদস্যানুযায়ী), পোলাও চাল ২ কেজি, তেল ১ লিটার, ডাল ১ কেজি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট কুলসুন সেমাই, চিনি ১ কেজি, নারিকেল ২টি, মিল্ক পাউডার ৫ শ গ্রাম, ডালডা ২৫০ গ্রাম, গরম মশলা, কিচমিচ, বাদাম (পরিমান মত) প্রদান করেন।
এ সময় এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমি উপলব্ধি করি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ অনেক সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদের সম্মান দেওয়া উচিৎ। ফলে আমার আত্মউপলব্ধি থেকে সাধ্যমত তাঁদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি মাত্র। এটি আমার ভালো লাগার ক্ষুদ্র প্রয়াস।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার ৩১টি মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারে এসপি জাহিদের ঈদ উপহার

আপলোড টাইম : ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ৩১টি মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ঈদসামগ্রী উপহার দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল সোমবার নিজ উদ্যোগে তিনি এ উপহার-সামগ্রী চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ৩১ জন বীর মুক্তিযোদ্ধার পুলিশ পরিবারের বাড়িতে পৌঁছে দেন।
১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাত্রে যখন রক্ত পিপাষু পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই রাতে বাঙালি জাতির মুক্তির দিশারীরুপে রাজারবাগ পুলিশ লাইনস থেকে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা। পুলিশ মুক্তিযোদ্ধাগণ শুধু বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানই নয়, তাঁরা বাংলাদেশ পুলিশের গৌরবজ্জ্বল সদস্য। এই বিষয়টি মনে প্রাণে ধারণ ও লালন করে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ জেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের মধ্যে এ ঈদ উপহার-সামগ্রী প্রদান করেন। ঈদ উপহার হিসেবে শাড়ী, থ্রি-পিস, পাঞ্জাবি, পায়জামা, বেবি সেট (পরিবারের সদস্যানুযায়ী), পোলাও চাল ২ কেজি, তেল ১ লিটার, ডাল ১ কেজি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট কুলসুন সেমাই, চিনি ১ কেজি, নারিকেল ২টি, মিল্ক পাউডার ৫ শ গ্রাম, ডালডা ২৫০ গ্রাম, গরম মশলা, কিচমিচ, বাদাম (পরিমান মত) প্রদান করেন।
এ সময় এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমি উপলব্ধি করি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ অনেক সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদের সম্মান দেওয়া উচিৎ। ফলে আমার আত্মউপলব্ধি থেকে সাধ্যমত তাঁদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি মাত্র। এটি আমার ভালো লাগার ক্ষুদ্র প্রয়াস।’