ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ১৫ হাজার ও মেহেরপুরে সাড়ে ৯ হাজার পরীক্ষার্থী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৮৬ বার পড়া হয়েছে

আজ থেকে এসএসসি সমমানের পরীক্ষা শুরু : সারাদেশে প্রায় সাড়ে ২১ লাখের সাথে অংশ নিবে
বিশেষ প্রতিবেদক: আজ শনিবার থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে প্রয়োজনীয় কাগজপত্র ও খাতা। প্রতিটি কেন্দ্রের সংশ্লিষ্ট থানা থেকে পুলিশি নিরাপত্তায় প্রশ্নপত্র সরবরাহ করা হবে সকালে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন নিয়মিত। বাকিদের কেউ গত বছর এক বিষয়ে, কেউবা দুই ও ততোধিক বিষয়ে ফেল করেছিল। সব মিলে অনিয়মিত পরীক্ষার্থী ৩ লাখ ৯১ হাজার ৫৪ জন; আর ফল উন্নয়ন প্রার্থী ৩ হাজার ৩৪২ জন। এ বছর ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৫১১ জন, রাজশাহী বোর্ডে ২ লাখ ৪ হাজার ৫৮৬ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৯৩ হাজার ৮৮৪ জন, যশোরে ১ লাখ ৮৪ হাজার ২৯০ জন, চট্টগ্রামে ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন, বরিশালে ১ লাখ ৭ হাজার ৮৩৪ জন, সিলেটে ১ লাখ ১৩ হাজার ৪০৪ জন এবং দিনাজপুরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৯৬ হাজার ৭২৬ জন। এরমধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। গতবছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন জন।
আজ শনিবার সকাল ১০টা থেকে এসএসসি (সাধারণ) বাংলা ১ম পত্র, এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ এবং দাখিল কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার ৪৮টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ১৫ হাজার ২০ জন। এরমধ্যে ৩২টি পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে মোট ১১ হাজার ৮৫১ জন সাধারণ ১১টি কেন্দ্র/ভেন্যুতে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ হাজার ৭৮৮ জন এবং ৫টি কেন্দ্রে ১ হাজার ৩৮১ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে। গতবছরের পর এবার জেলায় পরক্ষার্থী সংখ্যা কমেছে ১৭০ জন। নকলমুক্ত সুষ্ঠু সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৩৮৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৮টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৮৬৯ জন, জীবননগর উপজেলার ১০টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ১ হাজার ৭৭৬ জন এবং দামুড়হুদা উপজেলার ৮টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ২ হাজার ৮২৩ জন। এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলার ৩টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৭০৭ জন, আলমডাঙ্গা উপজেলার ২টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৪০৯ জন, জীবননগর উপজেলার ৪টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩৮২ জন এবং দামুড়হুদা উপজেলার ২টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ২৯০ জন। এ ছাড়া জেলার চার উপজেলার ৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৩৮১ জন।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘পরীক্ষা চলাকালে কেন্দ্রে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবে। প্রত্যেক কেন্দ্রে সকাল ৮টার মধ্যে পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর ৩০মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীরা যাতে মনোরম পরিবেশে পরিক্ষা দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে। নকল করার অবৈধ পন্থা অবলম্বনের কারণে এই জেলার ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্যক্রম কঠোরভাবে প্রতিরোধ করা হবে।’
মেহেরপুর: জেলার ৩টি উপজেলা থেকে এ বছর মোট পরীক্ষার্থী ৯ হাজার ৭৬৩ জন। এরমধ্যে ৮ হাজার ৫০৬ জন এসএসসি (সাধারণ), দাখিল পরীক্ষার্থী ৭৩০ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫২৭ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার ১৫ হাজার ও মেহেরপুরে সাড়ে ৯ হাজার পরীক্ষার্থী

আপলোড টাইম : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯

আজ থেকে এসএসসি সমমানের পরীক্ষা শুরু : সারাদেশে প্রায় সাড়ে ২১ লাখের সাথে অংশ নিবে
বিশেষ প্রতিবেদক: আজ শনিবার থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে প্রয়োজনীয় কাগজপত্র ও খাতা। প্রতিটি কেন্দ্রের সংশ্লিষ্ট থানা থেকে পুলিশি নিরাপত্তায় প্রশ্নপত্র সরবরাহ করা হবে সকালে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন নিয়মিত। বাকিদের কেউ গত বছর এক বিষয়ে, কেউবা দুই ও ততোধিক বিষয়ে ফেল করেছিল। সব মিলে অনিয়মিত পরীক্ষার্থী ৩ লাখ ৯১ হাজার ৫৪ জন; আর ফল উন্নয়ন প্রার্থী ৩ হাজার ৩৪২ জন। এ বছর ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৫১১ জন, রাজশাহী বোর্ডে ২ লাখ ৪ হাজার ৫৮৬ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৯৩ হাজার ৮৮৪ জন, যশোরে ১ লাখ ৮৪ হাজার ২৯০ জন, চট্টগ্রামে ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন, বরিশালে ১ লাখ ৭ হাজার ৮৩৪ জন, সিলেটে ১ লাখ ১৩ হাজার ৪০৪ জন এবং দিনাজপুরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৯৬ হাজার ৭২৬ জন। এরমধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। গতবছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন জন।
আজ শনিবার সকাল ১০টা থেকে এসএসসি (সাধারণ) বাংলা ১ম পত্র, এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ এবং দাখিল কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার ৪৮টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ১৫ হাজার ২০ জন। এরমধ্যে ৩২টি পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে মোট ১১ হাজার ৮৫১ জন সাধারণ ১১টি কেন্দ্র/ভেন্যুতে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ হাজার ৭৮৮ জন এবং ৫টি কেন্দ্রে ১ হাজার ৩৮১ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে। গতবছরের পর এবার জেলায় পরক্ষার্থী সংখ্যা কমেছে ১৭০ জন। নকলমুক্ত সুষ্ঠু সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৩৮৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৮টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৮৬৯ জন, জীবননগর উপজেলার ১০টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ১ হাজার ৭৭৬ জন এবং দামুড়হুদা উপজেলার ৮টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ২ হাজার ৮২৩ জন। এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলার ৩টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৭০৭ জন, আলমডাঙ্গা উপজেলার ২টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৪০৯ জন, জীবননগর উপজেলার ৪টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ৩৮২ জন এবং দামুড়হুদা উপজেলার ২টি কেন্দ্র/ভেন্যুতে মোট পরীক্ষার্থী ২৯০ জন। এ ছাড়া জেলার চার উপজেলার ৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৩৮১ জন।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘পরীক্ষা চলাকালে কেন্দ্রে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবে। প্রত্যেক কেন্দ্রে সকাল ৮টার মধ্যে পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর ৩০মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীরা যাতে মনোরম পরিবেশে পরিক্ষা দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে। নকল করার অবৈধ পন্থা অবলম্বনের কারণে এই জেলার ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্যক্রম কঠোরভাবে প্রতিরোধ করা হবে।’
মেহেরপুর: জেলার ৩টি উপজেলা থেকে এ বছর মোট পরীক্ষার্থী ৯ হাজার ৭৬৩ জন। এরমধ্যে ৮ হাজার ৫০৬ জন এসএসসি (সাধারণ), দাখিল পরীক্ষার্থী ৭৩০ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫২৭ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করবে।