ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ১০ প্রার্থীর কে কত ভোট পেলেন?

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮
  • / ৪২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: ঘটন-অঘটনের পালা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গার দু’টি আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতেই ফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের তথ্যানুযায়ি চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থীর কে কত ভোট পেয়েছেন- তুলে ধরা হল-
চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসন: বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আ.লীগ) ‘নৌকা’ প্রতীকে মোট ৩ লাখ ৯ হাজার ৯৭২ ভোট পেয়েছেন, এরমধ্যে সদর উপজেলা থেকে ১লাখ ১৫ হাজার ৪৭২ ও আলমডাঙ্গা উপজেলায় ১ লাখ ৯৪ হাজার ৫০০ ভোট। মো. শরীফুজ্জামান শরীফ (বিএনপি) ‘ধানের শীষ’ প্রতীকে মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ১২০, এরমধ্যে সদর উপজেলা থেকে ১১ হাজার ২৭৮ ও আলমডাঙ্গা উপজেলায় ১১ হাজার ৮৪২ ভোট। মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী (ইসলামি আন্দোলন বাংলাদেশ) ‘হাতপাখা’ প্রতীকে মোট ৬ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন, এরমধ্যে সদর উপজেলায় ৩ হাজার ২৯৬ ও আলমডাঙ্গা উপজেলা থেকে ৩ হাজার ৬৭৭ ভোট। এড. সোহরাব হোসেন (জাতীয় পার্টি) ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৭৬ ভোট, এরমধ্যে সদর উপজেলা থেকে ১ হাজার ৭০৮ ও আলমডাঙ্গায় ২ হাজার ৯৮৮ ভোট। মেরিনা আক্তার (মুসলিম লীগ) ‘হারিকেন’ প্রতীকে মোট ১ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন, তিনি সদর উপজেলায় ৬২১ ও আলমডাঙ্গায় ৮৭৫ ভোট পেয়েছেন। এ আসনে মোট ৪ লাখ ৩৭ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৪৯ হাজার ১৯৬ জনের ভোটাধিকার প্রয়োগ হয়েছে। বৈধ ভোট ৩ লাখ ৪৬ হাজার ২৩৭, বাতিল ২ হাজার ৯৫৯। পোল- ৭৯.৭৫ শতাংশ।
চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসন: হাজী আলী আজগার টগর (আ.লীগ) ‘নৌকা’ প্রতীকে মোট ২ লাখ ৯৮ হাজার ৮৩৭ ভোট পেয়েছেন, এরমধ্যে দামড়হুদা উপজেলা থেকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৫২ ভোট ও জীবননগর উপজেলা থেকে ৯৬ হাজার ১১৩ ভোট। আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু (বিএনপি) ‘ধানের শীষ’ প্রতীকে মোট ২৬ হাজার ৯২৪ ভোট পেয়েছেন, এরমধ্যে দামুড়হুদা উপজেলা থেকে ১৪ হাজার ১২৪ ও জীবননগর উপজেলায় ৭ হাজার ৫১৩ ভোট। আব্দুল লতিফ খান যুবরাজ (জাকের পার্টি) ‘গোলাপফুল’ প্রতীকে পেয়েছেন মোট ৫ হাজার ২১২ ভোট, এরমধ্যে দামুড়হুদায় ২ হাজার ৮২৫ ও জীবননগরে ১ হাজার ৩০১ ভোট। হাসানুজ্জামান সজিব (ইসলামি আন্দোলন বাংলাদেশ) ‘হাতপাখা’ প্রতীকে মোট ৪ হাজার ১০৪ ভোট পেয়েছেন, এরমধ্যে দামুড়হুদা উপজেলায় ২ হাজার ১৮০ ও জীবননগর উপজেলা থেকে ৯৫৫ ভোট পেয়েছেন। শেখ লালন আহম্মেদ (গণফ্রন্ট) ‘মাছ’ প্রতীকে মোট ৫৪৮ ভোট পেয়েছেন, তিনি দামুড়হুদা উপজেলায় ২৭২ ও জীবননগর উপজেলা থেকে ১৬২ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ২৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।বৈধ ভোট ৩ লাখ ৩৫ হাজার ৬২৫, বাতিল ২ হাজার ৬৪২। পোল- ৮১.৫০ শতাংশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার ১০ প্রার্থীর কে কত ভোট পেলেন?

আপলোড টাইম : ১১:০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮

বিশেষ প্রতিবেদক: ঘটন-অঘটনের পালা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গার দু’টি আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতেই ফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের তথ্যানুযায়ি চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থীর কে কত ভোট পেয়েছেন- তুলে ধরা হল-
চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসন: বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আ.লীগ) ‘নৌকা’ প্রতীকে মোট ৩ লাখ ৯ হাজার ৯৭২ ভোট পেয়েছেন, এরমধ্যে সদর উপজেলা থেকে ১লাখ ১৫ হাজার ৪৭২ ও আলমডাঙ্গা উপজেলায় ১ লাখ ৯৪ হাজার ৫০০ ভোট। মো. শরীফুজ্জামান শরীফ (বিএনপি) ‘ধানের শীষ’ প্রতীকে মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ১২০, এরমধ্যে সদর উপজেলা থেকে ১১ হাজার ২৭৮ ও আলমডাঙ্গা উপজেলায় ১১ হাজার ৮৪২ ভোট। মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী (ইসলামি আন্দোলন বাংলাদেশ) ‘হাতপাখা’ প্রতীকে মোট ৬ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন, এরমধ্যে সদর উপজেলায় ৩ হাজার ২৯৬ ও আলমডাঙ্গা উপজেলা থেকে ৩ হাজার ৬৭৭ ভোট। এড. সোহরাব হোসেন (জাতীয় পার্টি) ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৭৬ ভোট, এরমধ্যে সদর উপজেলা থেকে ১ হাজার ৭০৮ ও আলমডাঙ্গায় ২ হাজার ৯৮৮ ভোট। মেরিনা আক্তার (মুসলিম লীগ) ‘হারিকেন’ প্রতীকে মোট ১ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন, তিনি সদর উপজেলায় ৬২১ ও আলমডাঙ্গায় ৮৭৫ ভোট পেয়েছেন। এ আসনে মোট ৪ লাখ ৩৭ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৪৯ হাজার ১৯৬ জনের ভোটাধিকার প্রয়োগ হয়েছে। বৈধ ভোট ৩ লাখ ৪৬ হাজার ২৩৭, বাতিল ২ হাজার ৯৫৯। পোল- ৭৯.৭৫ শতাংশ।
চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসন: হাজী আলী আজগার টগর (আ.লীগ) ‘নৌকা’ প্রতীকে মোট ২ লাখ ৯৮ হাজার ৮৩৭ ভোট পেয়েছেন, এরমধ্যে দামড়হুদা উপজেলা থেকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৫২ ভোট ও জীবননগর উপজেলা থেকে ৯৬ হাজার ১১৩ ভোট। আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু (বিএনপি) ‘ধানের শীষ’ প্রতীকে মোট ২৬ হাজার ৯২৪ ভোট পেয়েছেন, এরমধ্যে দামুড়হুদা উপজেলা থেকে ১৪ হাজার ১২৪ ও জীবননগর উপজেলায় ৭ হাজার ৫১৩ ভোট। আব্দুল লতিফ খান যুবরাজ (জাকের পার্টি) ‘গোলাপফুল’ প্রতীকে পেয়েছেন মোট ৫ হাজার ২১২ ভোট, এরমধ্যে দামুড়হুদায় ২ হাজার ৮২৫ ও জীবননগরে ১ হাজার ৩০১ ভোট। হাসানুজ্জামান সজিব (ইসলামি আন্দোলন বাংলাদেশ) ‘হাতপাখা’ প্রতীকে মোট ৪ হাজার ১০৪ ভোট পেয়েছেন, এরমধ্যে দামুড়হুদা উপজেলায় ২ হাজার ১৮০ ও জীবননগর উপজেলা থেকে ৯৫৫ ভোট পেয়েছেন। শেখ লালন আহম্মেদ (গণফ্রন্ট) ‘মাছ’ প্রতীকে মোট ৫৪৮ ভোট পেয়েছেন, তিনি দামুড়হুদা উপজেলায় ২৭২ ও জীবননগর উপজেলা থেকে ১৬২ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ২৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।বৈধ ভোট ৩ লাখ ৩৫ হাজার ৬২৫, বাতিল ২ হাজার ৬৪২। পোল- ৮১.৫০ শতাংশ।