ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সাতগাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযান : চিহ্নিত অস্ত্রধারী আটক : একাধিক হত্যা মামলার আসামি আলমডাঙ্গার বাবলু জেলহাজতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • / ৩৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একাধিক হত্যাসহ চাঁদাবাজি, অপহরণ মামলার আসামি চিহ্নিত অস্ত্রধারী আলমডাঙ্গা তিওরবিলা গ্রামের বাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়। তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত বুধবার বিকেলে পৌর এলাকার সাতগাড়ি থেকে বাবলুকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। সে আলমডাঙ্গা কাবিলনগরের কিশোর সলোক হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ তিনটি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সাতগাড়ি গ্রামের ভাড়াবাসা থেকে বাবলুকে আটক করা হয়। আটককৃত বাবলু (৩৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের রবিউল হকের ছেলে।
পুলিশ জানায়, বাবলু দির্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিলো। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য এবং এলাকার চিহ্নিত অস্ত্রধারী চাঁদাবাজ। এলাকায় চাঁদাবাজি, অপহরণ, খুন-গুমসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার বিষয়েও প্রমাণ পাওয়া গেছে। বাবলু আলমডাঙ্গার কাবিলগর গ্রামের কিশোর সলোক হত্যা মামলার এজাহারনামীয় আসামী এবং তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে বাসা ভাড়া করে থাকতো। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার বিকেলে সেখানে অভিযান চালায়। বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে বাবলুকে আটক করে পুলিশ। পরে তাকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার সাতগাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযান : চিহ্নিত অস্ত্রধারী আটক : একাধিক হত্যা মামলার আসামি আলমডাঙ্গার বাবলু জেলহাজতে

আপলোড টাইম : ০৩:৫০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: একাধিক হত্যাসহ চাঁদাবাজি, অপহরণ মামলার আসামি চিহ্নিত অস্ত্রধারী আলমডাঙ্গা তিওরবিলা গ্রামের বাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়। তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত বুধবার বিকেলে পৌর এলাকার সাতগাড়ি থেকে বাবলুকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। সে আলমডাঙ্গা কাবিলনগরের কিশোর সলোক হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ তিনটি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সাতগাড়ি গ্রামের ভাড়াবাসা থেকে বাবলুকে আটক করা হয়। আটককৃত বাবলু (৩৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের রবিউল হকের ছেলে।
পুলিশ জানায়, বাবলু দির্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিলো। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য এবং এলাকার চিহ্নিত অস্ত্রধারী চাঁদাবাজ। এলাকায় চাঁদাবাজি, অপহরণ, খুন-গুমসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার বিষয়েও প্রমাণ পাওয়া গেছে। বাবলু আলমডাঙ্গার কাবিলগর গ্রামের কিশোর সলোক হত্যা মামলার এজাহারনামীয় আসামী এবং তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে বাসা ভাড়া করে থাকতো। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার বিকেলে সেখানে অভিযান চালায়। বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে বাবলুকে আটক করে পুলিশ। পরে তাকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।