ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার শৈলগাড়ীতে বাল্যবিয়ের আয়োজন ভেস্তে দিলো পুলিশ : কণের পিতা-মাতা ও বরের বোন থানা হাজতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাল্য বিয়ের আয়োজন করায় কণের মা-বাবা এবং বরের বোনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় বাল্য বিয়ের কণে স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। গতরাতে তাদের চুয়াডাঙ্গা সদর থানা হাজতেই রাখা হয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নীলমনিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর (১৪) সাথে বটিয়াপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মঞ্জুর বিয়ের আয়োজন করা হয়। বাল্য বিয়ের খবর পেয়ে বর পৌছানোর আগেই কণের বাড়িতে পৌছে যায় সদর থানা পুলিশ। বাল্য বিয়ের আয়োজন করায় সেখান থেকে কণের পিতা রফিকুল ইসলাম, কণের মা তহমিনা খাতুন এবং বরের বোন মানছুরা খাতুনকে আটক করে থানায় নেয় পুলিশ। এসময় বিয়ের কণে স্কুলছাত্রী সুমিতা খাতুন সুমিকেও উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান,  বাল্য বিয়ের আয়োজন করায় তাদের আটক করে থানায় নেয়া হয়েছে। বিয়ের কণে স্কুলছাত্রী পুলিশি হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তারা যেন ভেস্তে যাওয়া এই বাল্যবিয়ে ভবিষ্যতে না দিতে পারে সে দিকেও লক্ষ রাখে আগামীকাল (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার শৈলগাড়ীতে বাল্যবিয়ের আয়োজন ভেস্তে দিলো পুলিশ : কণের পিতা-মাতা ও বরের বোন থানা হাজতে

আপলোড টাইম : ০৪:১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: বাল্য বিয়ের আয়োজন করায় কণের মা-বাবা এবং বরের বোনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় বাল্য বিয়ের কণে স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। গতরাতে তাদের চুয়াডাঙ্গা সদর থানা হাজতেই রাখা হয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নীলমনিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর (১৪) সাথে বটিয়াপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মঞ্জুর বিয়ের আয়োজন করা হয়। বাল্য বিয়ের খবর পেয়ে বর পৌছানোর আগেই কণের বাড়িতে পৌছে যায় সদর থানা পুলিশ। বাল্য বিয়ের আয়োজন করায় সেখান থেকে কণের পিতা রফিকুল ইসলাম, কণের মা তহমিনা খাতুন এবং বরের বোন মানছুরা খাতুনকে আটক করে থানায় নেয় পুলিশ। এসময় বিয়ের কণে স্কুলছাত্রী সুমিতা খাতুন সুমিকেও উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান,  বাল্য বিয়ের আয়োজন করায় তাদের আটক করে থানায় নেয়া হয়েছে। বিয়ের কণে স্কুলছাত্রী পুলিশি হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তারা যেন ভেস্তে যাওয়া এই বাল্যবিয়ে ভবিষ্যতে না দিতে পারে সে দিকেও লক্ষ রাখে আগামীকাল (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।