ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার যদুপুরে কবর খননের এক সপ্তাহ পর মারা গেল রিপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / ৩১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হিজলগাড়ী:
গত ৩১ জুলাই হঠাৎ করেই চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামে সংবাদ ছড়িয়ে পড়ে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন থাকা রিপনের মৃত্যু হয়েছে। দাফন করার জন্য কবর খনন শেষে জানা যায় রিপন বেঁচে আছেন। পরে সেই কবরে কলাগাছ দাফন করা হয়। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর সত্যিই মারা গেলের রিপন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে ট্রাকচালক রিপন আলী (৩৮) গত ২৪ জুলাই করোনা আক্রান্ত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ৩১ জুলাই হঠাৎ ঢাকা থেকে খবর আসে রিপন মারা গেছেন। মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে থাকা পরিবারের সদস্যরা তাঁকে দাফন করার জন্য গ্রাম্য কবরস্থানে কবর খনন করেন। কবর খনন শেষে জানতে পারেন রিপন বেঁচে আছেন। তখন খননকৃত খবরে কলাগাছ দিয়ে দাফন করা হয়।
এই ঘটনা বেশ আলোচিত হয়ে ওঠে জেলাজুড়ে। কবরে কলাগাছ দাফন করা হয়েছে, এমন শিরোনাম হয় পত্র-পত্রিকাতে। গতকাল শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রিপন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সত্যিই মৃত্যুবরণ করেন। ২য় বার রিপনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে রিপনের বাড়িতে ভিড় করেন গ্রামবাসী। রিপনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যদুপুর গ্রামের বাসিন্দা সমাজসেবক শামীম হোসেন মিজি ও রিপনের প্রতিবেশী শেখ শাহিন। আজ ঢাকা থেকে লাশ গ্রামে আনার পর দাফন করা হবে বলে সূত্রে জানিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার যদুপুরে কবর খননের এক সপ্তাহ পর মারা গেল রিপন

আপলোড টাইম : ০৭:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

প্রতিবেদক, হিজলগাড়ী:
গত ৩১ জুলাই হঠাৎ করেই চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামে সংবাদ ছড়িয়ে পড়ে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন থাকা রিপনের মৃত্যু হয়েছে। দাফন করার জন্য কবর খনন শেষে জানা যায় রিপন বেঁচে আছেন। পরে সেই কবরে কলাগাছ দাফন করা হয়। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর সত্যিই মারা গেলের রিপন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে ট্রাকচালক রিপন আলী (৩৮) গত ২৪ জুলাই করোনা আক্রান্ত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ৩১ জুলাই হঠাৎ ঢাকা থেকে খবর আসে রিপন মারা গেছেন। মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে থাকা পরিবারের সদস্যরা তাঁকে দাফন করার জন্য গ্রাম্য কবরস্থানে কবর খনন করেন। কবর খনন শেষে জানতে পারেন রিপন বেঁচে আছেন। তখন খননকৃত খবরে কলাগাছ দিয়ে দাফন করা হয়।
এই ঘটনা বেশ আলোচিত হয়ে ওঠে জেলাজুড়ে। কবরে কলাগাছ দাফন করা হয়েছে, এমন শিরোনাম হয় পত্র-পত্রিকাতে। গতকাল শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রিপন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সত্যিই মৃত্যুবরণ করেন। ২য় বার রিপনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে রিপনের বাড়িতে ভিড় করেন গ্রামবাসী। রিপনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যদুপুর গ্রামের বাসিন্দা সমাজসেবক শামীম হোসেন মিজি ও রিপনের প্রতিবেশী শেখ শাহিন। আজ ঢাকা থেকে লাশ গ্রামে আনার পর দাফন করা হবে বলে সূত্রে জানিয়েছে।