ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার পৃথক স্থানে বজ্রপাতে দুজন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পৃথকস্থানে বজ্রপাতে এ দুজন আহতের ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদোয়া গ্রামের মসজিদপাড়ার আব্দুর রশিদের ছেলে মিঠুন হোসেন (১৯) ও আলুকদিয়া ইউনিয়নের মসজিদপাড়ার ইউনুস আলীর ছেলে ফারুক হোসেন (৩০)।
জানা যায়, প্রতিদিনের ন্যায় নিজেদের গরু নিয়ে খাওয়ানোর জন্য বিলের মাঠে নিয়ে যান মিঠুন হোসেন। বেলা দুইটার দিকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় মিঠুনের ঠিক নিকটে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ বজ্রপাতে মিঠুনের বুকের আংশিক পুড়ে যায়। পরে মাঠে কাজ করা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় মিঠুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিঠুকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখেন।
এদিকে, বেলা দেড়টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের রাস্তার ধারের নারকেল গাছের সঙ্গে বেঁধে গরুর গোসল করাচ্ছিলেন ফারুক হোসেন। এ সময় নারকেল গাছের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখেন।
আহত দুজনের বিষয়ে জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, বজ্রপাতে আহত মিঠুন হোসেন ও ফারুক হোসেন নামের দুজনকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে। মিঠুন হোসেনের বুকের আংশিক পুড়ে গেছে। বজ্রপাতের প্রভাবে গুরুতর আহত হওয়ায় তাঁর সেরে উঠতে কিছুটা সময় লাগবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার পৃথক স্থানে বজ্রপাতে দুজন আহত

আপলোড টাইম : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পৃথকস্থানে বজ্রপাতে এ দুজন আহতের ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদোয়া গ্রামের মসজিদপাড়ার আব্দুর রশিদের ছেলে মিঠুন হোসেন (১৯) ও আলুকদিয়া ইউনিয়নের মসজিদপাড়ার ইউনুস আলীর ছেলে ফারুক হোসেন (৩০)।
জানা যায়, প্রতিদিনের ন্যায় নিজেদের গরু নিয়ে খাওয়ানোর জন্য বিলের মাঠে নিয়ে যান মিঠুন হোসেন। বেলা দুইটার দিকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় মিঠুনের ঠিক নিকটে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ বজ্রপাতে মিঠুনের বুকের আংশিক পুড়ে যায়। পরে মাঠে কাজ করা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় মিঠুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিঠুকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখেন।
এদিকে, বেলা দেড়টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের রাস্তার ধারের নারকেল গাছের সঙ্গে বেঁধে গরুর গোসল করাচ্ছিলেন ফারুক হোসেন। এ সময় নারকেল গাছের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখেন।
আহত দুজনের বিষয়ে জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, বজ্রপাতে আহত মিঠুন হোসেন ও ফারুক হোসেন নামের দুজনকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে। মিঠুন হোসেনের বুকের আংশিক পুড়ে গেছে। বজ্রপাতের প্রভাবে গুরুতর আহত হওয়ায় তাঁর সেরে উঠতে কিছুটা সময় লাগবে।