ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নির্বাচনে নিরাপত্তার পাঁচ স্তর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • / ৩৬২ বার পড়া হয়েছে

সোহেল রানা ডালিম: অবাধ, সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে ভোট গ্রহণে চুয়াডাঙ্গার দু’টি আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাত বাহিনীর সদস্যদে সমন্বয়ে ৩৩৪টি কেন্দ্রের নিরাপত্তায় কাজ করবে জেলা প্রশাসনের একাধিক ভিজিল্যান্স টিম, পুলিশের ৪০টি মোবাইল টিম, ২০টি স্ট্রাইকিং (রিজার্ভ), ৮ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী। আরআরএফ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ান এবং অঙ্গীভুত আনসার সদস্যরা দায়িত্বপালন করছেন। পুলিশ লাইন ও থানাগুলোতে আরও রিজার্ভ ফোর্স থাকবে।
চুয়াডাঙ্গার চার উপজেলা ও চার পৌরসভার ৩৯টি ইউনিয়নের ৩৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরমধ্যে ১৭২টি ঝুঁকিপূর্ণ ও ১৬২টি সাধারণ কেন্দ্র। প্রতি কেন্দ্রে ১৩ জন আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবেন। এরমধ্যে- ১০ জন অঙ্গীভুত আনসার, একজন পিসি, একজন এপিসি আর একজন থাকবে গ্রাম পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে পুলিশ সদস্য থাকবে দু’জন এবং সাধারণ কেন্দ্রে একজন। তাদের নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর মোবাইল টিমগুলো কেন্দ্রে কেন্দ্রে নজরদারি করবে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোরহস্তে দমন করা হবে। ভোটাররা যাতে নিরাপদভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিয়ে নিরাপদে ফিরতে পারেন সে পরিবেশ সৃষ্টি করা হয়েছে।’
পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম বলেছেন, ‘৭ বাহিনীর সদস্যদের নিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখা হবে। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় আমরা নিরাপদ ভাবে সকল ভোটারের ভোট গ্রহণ পক্রিয়াকে সাবলিল ভাবে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছি।’
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমাম হাসান মৃধা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নির্দেশনা অনুযায়ি কাজ করছি। ভোটাররা যেন নির্বিঘেœ ভোট দিতে পারে সে রকম সার্বিক প্রস্তুতি রয়েছে। যে কোন অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি কঠোর ভূমিকা পালন করবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার নির্বাচনে নিরাপত্তার পাঁচ স্তর

আপলোড টাইম : ০৪:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮

সোহেল রানা ডালিম: অবাধ, সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে ভোট গ্রহণে চুয়াডাঙ্গার দু’টি আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাত বাহিনীর সদস্যদে সমন্বয়ে ৩৩৪টি কেন্দ্রের নিরাপত্তায় কাজ করবে জেলা প্রশাসনের একাধিক ভিজিল্যান্স টিম, পুলিশের ৪০টি মোবাইল টিম, ২০টি স্ট্রাইকিং (রিজার্ভ), ৮ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী। আরআরএফ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ান এবং অঙ্গীভুত আনসার সদস্যরা দায়িত্বপালন করছেন। পুলিশ লাইন ও থানাগুলোতে আরও রিজার্ভ ফোর্স থাকবে।
চুয়াডাঙ্গার চার উপজেলা ও চার পৌরসভার ৩৯টি ইউনিয়নের ৩৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরমধ্যে ১৭২টি ঝুঁকিপূর্ণ ও ১৬২টি সাধারণ কেন্দ্র। প্রতি কেন্দ্রে ১৩ জন আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবেন। এরমধ্যে- ১০ জন অঙ্গীভুত আনসার, একজন পিসি, একজন এপিসি আর একজন থাকবে গ্রাম পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে পুলিশ সদস্য থাকবে দু’জন এবং সাধারণ কেন্দ্রে একজন। তাদের নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর মোবাইল টিমগুলো কেন্দ্রে কেন্দ্রে নজরদারি করবে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোরহস্তে দমন করা হবে। ভোটাররা যাতে নিরাপদভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিয়ে নিরাপদে ফিরতে পারেন সে পরিবেশ সৃষ্টি করা হয়েছে।’
পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম বলেছেন, ‘৭ বাহিনীর সদস্যদের নিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখা হবে। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় আমরা নিরাপদ ভাবে সকল ভোটারের ভোট গ্রহণ পক্রিয়াকে সাবলিল ভাবে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছি।’
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমাম হাসান মৃধা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নির্দেশনা অনুযায়ি কাজ করছি। ভোটাররা যেন নির্বিঘেœ ভোট দিতে পারে সে রকম সার্বিক প্রস্তুতি রয়েছে। যে কোন অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি কঠোর ভূমিকা পালন করবে।’