ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নির্বাচনী মাঠে প্রস্তুত সেনাবাহিনী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • / ২৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দু’টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য অবস্থান নিয়েছে সেনাবাহিনী। মেজর হানিফের নেতৃত্বে বগুড়ার মাঝিরা সেনানিবাস থেকে এসেছেন ১১ আর্টিলারী ব্রিগেডের সেনা সদস্যরা। গতকাল রোববার থেকে চুয়াডাঙ্গা জাফরপুরস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান নেন তারা। সেখান থেকে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। আজ সোমবার থেকে ২রা জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে। ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সময়ে তারা কাজ করবেন। নির্বাচনে ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী কাজ করবেন সশস্ত্র বাহিনীর এ সদস্যরা। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রমে অংশ নেবেন সেনা সদস্যরা। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ১৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার নির্বাচনী মাঠে প্রস্তুত সেনাবাহিনী

আপলোড টাইম : ১১:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দু’টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য অবস্থান নিয়েছে সেনাবাহিনী। মেজর হানিফের নেতৃত্বে বগুড়ার মাঝিরা সেনানিবাস থেকে এসেছেন ১১ আর্টিলারী ব্রিগেডের সেনা সদস্যরা। গতকাল রোববার থেকে চুয়াডাঙ্গা জাফরপুরস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান নেন তারা। সেখান থেকে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। আজ সোমবার থেকে ২রা জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে। ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সময়ে তারা কাজ করবেন। নির্বাচনে ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী কাজ করবেন সশস্ত্র বাহিনীর এ সদস্যরা। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রমে অংশ নেবেন সেনা সদস্যরা। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ১৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।