ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দীননাথপুরে মাদরাসা ছাত্রীর বিষপানে আত্মহত্যা : রহস্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • / ৭৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুরে নবম শ্রেণিতে পড়–য়া এক মাদরাসা ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। গত সোমবার আনুমানিক রাত ৮টার দিকে সে বিষপান করে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের আবু তালেবের পরিবারের সদস্যরা ওয়াজ মাহফিল শুনতে যান। বাড়িতে শুধুমাত্র মেয়ে স্বপ্না খাতুনকে (১৫) রেখে যায়। এই সময়ের মধ্যে স্বপ্না খাতুন বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে দেখে স্বপ্না বিষপান করে যন্ত্রনায় কাতরাচ্ছে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারনে হাসপাতালের এমএলএসএস আব্দুর রহমানের সহযোগিতায় স্বজনরা লাশ নিয়ে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে পুলিশ এ বিষয়ে অবগত হলে দীননাথপুরে মৃত স্বপ্না খাতুনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাদরাসা ছাত্রী স্বপ্নার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। তবে, তার এক নিকট আত্মীয়ের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে এলাকার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার দীননাথপুরে মাদরাসা ছাত্রীর বিষপানে আত্মহত্যা : রহস্য

আপলোড টাইম : ১২:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুরে নবম শ্রেণিতে পড়–য়া এক মাদরাসা ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। গত সোমবার আনুমানিক রাত ৮টার দিকে সে বিষপান করে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের আবু তালেবের পরিবারের সদস্যরা ওয়াজ মাহফিল শুনতে যান। বাড়িতে শুধুমাত্র মেয়ে স্বপ্না খাতুনকে (১৫) রেখে যায়। এই সময়ের মধ্যে স্বপ্না খাতুন বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে দেখে স্বপ্না বিষপান করে যন্ত্রনায় কাতরাচ্ছে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারনে হাসপাতালের এমএলএসএস আব্দুর রহমানের সহযোগিতায় স্বজনরা লাশ নিয়ে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে পুলিশ এ বিষয়ে অবগত হলে দীননাথপুরে মৃত স্বপ্না খাতুনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাদরাসা ছাত্রী স্বপ্নার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। তবে, তার এক নিকট আত্মীয়ের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে এলাকার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।