ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দিগড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ছেলেসহ বাবা আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডঙ্গার সদর উপজেলার দিগড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতাসহ দুই ছেলে গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- চুয়াডঙ্গার সদর উপজেলার দিগড়ী মসজিদপাড়ার আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল (৩০) ও তার দুই ছেলে মারুফ (১০) ও জিহাদ (৮ মাস)। জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে রবিউল আওয়ালের বাড়ির সামনে ডিস লাইনের মেরামত করছিল। রবিউল আওয়ালের দুই ছেলে তখন সেখানেই দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে ডিস লাইন মেরামত কর্মিরা ডিস লাইনের তার উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের উপর দিয়ে ছুড়ে মারলে সেই তার এসে মারুফ ও জিহাদের শরীরে জড়িয়ে যায়। এতে মারুফ ও জিহাদ দু’জনেই বিদ্যুতস্পৃষ্ট হয়। দুই ছেলেকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে বাবা ছুটে এ সে তারে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয় কয়েকজন বাঁশ দিয়ে তার সরিয়ে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাবা ও দুই ছেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল। এদিকে এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে তিনজনই গুরুত্বর আহত হয়েছে। প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বাবাসহ দুই ছেলেই চিকিৎসাধিন অবস্থায় আছে। তাদের অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার্ড করা হতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার দিগড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ছেলেসহ বাবা আহত

আপলোড টাইম : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডঙ্গার সদর উপজেলার দিগড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতাসহ দুই ছেলে গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- চুয়াডঙ্গার সদর উপজেলার দিগড়ী মসজিদপাড়ার আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল (৩০) ও তার দুই ছেলে মারুফ (১০) ও জিহাদ (৮ মাস)। জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে রবিউল আওয়ালের বাড়ির সামনে ডিস লাইনের মেরামত করছিল। রবিউল আওয়ালের দুই ছেলে তখন সেখানেই দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে ডিস লাইন মেরামত কর্মিরা ডিস লাইনের তার উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের উপর দিয়ে ছুড়ে মারলে সেই তার এসে মারুফ ও জিহাদের শরীরে জড়িয়ে যায়। এতে মারুফ ও জিহাদ দু’জনেই বিদ্যুতস্পৃষ্ট হয়। দুই ছেলেকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে বাবা ছুটে এ সে তারে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয় কয়েকজন বাঁশ দিয়ে তার সরিয়ে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাবা ও দুই ছেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল। এদিকে এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে তিনজনই গুরুত্বর আহত হয়েছে। প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বাবাসহ দুই ছেলেই চিকিৎসাধিন অবস্থায় আছে। তাদের অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার্ড করা হতে পারে।