ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুজন : আহত ৩ ট্র্যাক্টরের ধাক্কায় সাবেক কমিশনার ও আলমসাধু উল্টে সবজি ব্যবসায়ী নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / ৩৬১ বার পড়া হয়েছে

দর্শনা/ আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। দামুড়হুদার লোকনাথপুরে ট্র্যাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক কমিশনারের মৃত্যু হয়। তার সাথে থাকা দর্শনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গুরুতর জখম হন। গতকাল রোববার দুপুর ১টার দিকে দামুড়হুদার লোকনাথপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে, আলমডাঙ্গায় আলমসাধু উল্টে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে দর্শনা পৌরসভার সাবেক কমিশনার জাহিদুল ইসলাম ও দর্শনা বাজার বনিক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শান্টু ভূট্টা ক্রয়ের জন্য জয়রামপুরে যান। বেলা সাড়ে ১২টার দিকে ভূট্টা কিনে গাড়ি লোড দিয়ে দর্শনায় ফিরছিলেন। পথিমধ্যে লোকনাথপুর দারুস সালাম মাদরাসার নিকট পৌছূলে মোটরসাইকেলের পেছনে একটি মাটিভর্তি ট্র্যাক্টর ধাক্কা দেয়। এতে দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার দর্শনা দক্ষিন চাঁদপুর বাসস্ট্যান্ড পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়। সাথে থাকা মোটরসাইকেল চালক কেরু চিনিকলের সাবেক শ্রমিক নেতা কেরু হাসপাতাল পাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে কমাল উদ্দিন সান্টু মারাত্মক আহত হয়। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে সাবেক কমিশনার জাহিদুল ইসলামের লাশ দেখে তার পরিবারের লোকজনের খবর দেয়। অন্যদিকে, আহত মোটরসাইকেল চালক দর্শনা বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কমাল উদ্দিন সান্টুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দর্শনা মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার নিজ বাড়ি কেরু হাসপাতালপাড়ায় নিয়ে যাওয়া হয়। তবে ওই ট্রাক্টর চালক ধাক্কা দেওয়ার পর ট্রাক্টরটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে না পারলেও পরবর্তিতে লোকনাথপুর গ্রামবাসীর সুত্রে জানা যায়, মাটিভর্তি ট্রাক্টরটির মালিক জয়রামপুর গ্রামের কায়েম মিয়ার। চালক ছিলেন দর্শনা শ্যামপুর গ্রামের আজিজুল হক আজিজ। চালক আজিজ দুর্ঘটনার পর দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে গিয়ে লোকনাথপুর মাঠ পাড়ায় গাড়ি ফেলে রেখে সটকে পরে। পরে হেলপার ও লেবাররা ট্রাক্টরটি মালিকের বাড়িতে পৌছে দেয়। এদিকে নিহত সাবেক কমিশনার জাহিদুল ইসলাম মৃত আবুল ম-লের ৫ ছেলের মধ্যে ৪র্থ। জাহিদুল ইসলাম দীর্ঘ দিন সিঙ্গাপুর থাকার পর মাস দুয়েক আগে দেশে আসে ছুটিতে। ছুটি শেষে এই মাসের ১৫ তারিখে সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা ছিলো। নিহত জাহিদুল ইসলাম তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। দুই মেয়ে বিবাহিত, ছেলে মাইজুর রহমান (১৪) দর্শনা ডিএস মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র এবং ছোট মেয়ে মারিয়াম খাতুন (৬) একই মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্রী। তার মৃত্যুর খবর এলাকাই ছড়িয়ে পড়লে মৃত জাহিদের লাশ দেখতে মানুষের ঢল নামে। সবার প্রিয় জাহিদুল ইসলাম লাশ দেখে এলাকার সকলে কান্নায় ভেঙ্গে পড়ে। এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। তার শোক সন্তুত পরিবারের প্রতি সমবেদনা জানান দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। গতকাল বাদ এশা বাসস্ট্যান্ড গোরস্থান মাঠে তার লাশের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।
অপরদিকে, আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। রোববার বেলা ৩টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবজি ব্যবসায়ী হোসেন আলী আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের নুর ইসলামের ছেলে। আহত দু’জন হলেন একই গ্রামের সালমান হোসেন ও বাচ্চু আলী। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, সবজি ব্যবসায়ী তিনজন সবজি বোঝাই আলমসাধুযোগে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীরামপুর গ্রামে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে আলমসাধুটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুজন : আহত ৩ ট্র্যাক্টরের ধাক্কায় সাবেক কমিশনার ও আলমসাধু উল্টে সবজি ব্যবসায়ী নিহত

আপলোড টাইম : ০৪:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭

দর্শনা/ আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। দামুড়হুদার লোকনাথপুরে ট্র্যাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক কমিশনারের মৃত্যু হয়। তার সাথে থাকা দর্শনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গুরুতর জখম হন। গতকাল রোববার দুপুর ১টার দিকে দামুড়হুদার লোকনাথপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে, আলমডাঙ্গায় আলমসাধু উল্টে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে দর্শনা পৌরসভার সাবেক কমিশনার জাহিদুল ইসলাম ও দর্শনা বাজার বনিক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শান্টু ভূট্টা ক্রয়ের জন্য জয়রামপুরে যান। বেলা সাড়ে ১২টার দিকে ভূট্টা কিনে গাড়ি লোড দিয়ে দর্শনায় ফিরছিলেন। পথিমধ্যে লোকনাথপুর দারুস সালাম মাদরাসার নিকট পৌছূলে মোটরসাইকেলের পেছনে একটি মাটিভর্তি ট্র্যাক্টর ধাক্কা দেয়। এতে দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার দর্শনা দক্ষিন চাঁদপুর বাসস্ট্যান্ড পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়। সাথে থাকা মোটরসাইকেল চালক কেরু চিনিকলের সাবেক শ্রমিক নেতা কেরু হাসপাতাল পাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে কমাল উদ্দিন সান্টু মারাত্মক আহত হয়। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে সাবেক কমিশনার জাহিদুল ইসলামের লাশ দেখে তার পরিবারের লোকজনের খবর দেয়। অন্যদিকে, আহত মোটরসাইকেল চালক দর্শনা বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কমাল উদ্দিন সান্টুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দর্শনা মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার নিজ বাড়ি কেরু হাসপাতালপাড়ায় নিয়ে যাওয়া হয়। তবে ওই ট্রাক্টর চালক ধাক্কা দেওয়ার পর ট্রাক্টরটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে না পারলেও পরবর্তিতে লোকনাথপুর গ্রামবাসীর সুত্রে জানা যায়, মাটিভর্তি ট্রাক্টরটির মালিক জয়রামপুর গ্রামের কায়েম মিয়ার। চালক ছিলেন দর্শনা শ্যামপুর গ্রামের আজিজুল হক আজিজ। চালক আজিজ দুর্ঘটনার পর দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে গিয়ে লোকনাথপুর মাঠ পাড়ায় গাড়ি ফেলে রেখে সটকে পরে। পরে হেলপার ও লেবাররা ট্রাক্টরটি মালিকের বাড়িতে পৌছে দেয়। এদিকে নিহত সাবেক কমিশনার জাহিদুল ইসলাম মৃত আবুল ম-লের ৫ ছেলের মধ্যে ৪র্থ। জাহিদুল ইসলাম দীর্ঘ দিন সিঙ্গাপুর থাকার পর মাস দুয়েক আগে দেশে আসে ছুটিতে। ছুটি শেষে এই মাসের ১৫ তারিখে সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা ছিলো। নিহত জাহিদুল ইসলাম তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। দুই মেয়ে বিবাহিত, ছেলে মাইজুর রহমান (১৪) দর্শনা ডিএস মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র এবং ছোট মেয়ে মারিয়াম খাতুন (৬) একই মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্রী। তার মৃত্যুর খবর এলাকাই ছড়িয়ে পড়লে মৃত জাহিদের লাশ দেখতে মানুষের ঢল নামে। সবার প্রিয় জাহিদুল ইসলাম লাশ দেখে এলাকার সকলে কান্নায় ভেঙ্গে পড়ে। এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। তার শোক সন্তুত পরিবারের প্রতি সমবেদনা জানান দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। গতকাল বাদ এশা বাসস্ট্যান্ড গোরস্থান মাঠে তার লাশের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।
অপরদিকে, আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। রোববার বেলা ৩টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবজি ব্যবসায়ী হোসেন আলী আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের নুর ইসলামের ছেলে। আহত দু’জন হলেন একই গ্রামের সালমান হোসেন ও বাচ্চু আলী। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, সবজি ব্যবসায়ী তিনজন সবজি বোঝাই আলমসাধুযোগে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীরামপুর গ্রামে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে আলমসাধুটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।