ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ৭২ বার পড়া হয়েছে

অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে
নিজস্ব প্রতিবেদক:
অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চুয়াডাঙ্গার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর উপজেলার কুলতলা, আন্দুলবাড়িয়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেসার্স হক আইসক্রিম ফ্যাক্টরিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আন্দুলবাড়িয়া বাজারে মেসার্স নুর এন্টারপ্রাইজকে যথাযথভাবে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে পণ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা ও মেসার্স জননী হোটেলকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকাসহ অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের প্রতিদিনের ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয় এবং বর্তমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত লাভ না করে ন্যয্য লাভে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১

অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে
নিজস্ব প্রতিবেদক:
অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চুয়াডাঙ্গার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর উপজেলার কুলতলা, আন্দুলবাড়িয়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেসার্স হক আইসক্রিম ফ্যাক্টরিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আন্দুলবাড়িয়া বাজারে মেসার্স নুর এন্টারপ্রাইজকে যথাযথভাবে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে পণ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা ও মেসার্স জননী হোটেলকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকাসহ অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের প্রতিদিনের ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয় এবং বর্তমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত লাভ না করে ন্যয্য লাভে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।