ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক : পতাকা বৈঠক আটককৃত আবু বক্করকে ভারতের ভিমপুর থানায় সোপর্দ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
  • / ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার ঠাকুরপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিক আবু বক্করকে ভারতের ভিমপুর থানায় সোপর্দ করেছে বিএসএফ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবিকে এ তথ্য জানিয়েছে বিএসএফ। আটককৃত আবু বক্করকে ফেরত প্রদানের বিষয়টি ভারতের প্রচলিত নিয়ম ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সম্পাদন করা হবে বলেও জানায় তারা। গত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছে মহিষ চাড়ানোর সময় তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
জানা যায়, গত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির আওতাধীন দামুড়হুদার ঠাকুরপুর বিওপির ৮৯ নম্বর মেইন পিলারের কাছে মহিষ চাড়ানোর সময় বাংলাদেশী নাগরিক পীরপুর কুল্লাহ গ্রামের মৃত গোপাল মোড়লের ছেলে আবু বক্করকে (৪০) ধরে নিয়ে যায় ১১৩ বিএসএফ’র মালুয়াপাড়া ক্যাম্পের টহল দল। বিষয়টি জানার সাথে সাথে ঠাকুরপুর বিওপি কমান্ডার এবং মুন্সিপুর কোম্পানী কমান্ডার আবু বক্করকে ফেরত নেয়ার জন্য কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জানান। এরই প্রেক্ষিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আটককৃত বাংলাদেশী নাগরিককে ফেরত দেয়ার জন্য বিএসএফ কোম্পানী কমান্ডার এসি কিশোর কুমার রাজপুতকে অনুরোধ করেন বিজিবির মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন। এসি কিশোর কুমার রাজপুত বলেন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে আবু বক্করকে ভারতের নদীয়া জেলার ভিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। ফলে তাকে ফেরত দেয়া সম্ভব না। ভারতের প্রচলিত নিয়ম ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমেই আবু বক্করকে ফেরত দেয়ার কার্যক্রম সম্পাদন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক : পতাকা বৈঠক আটককৃত আবু বক্করকে ভারতের ভিমপুর থানায় সোপর্দ

আপলোড টাইম : ০৫:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার ঠাকুরপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিক আবু বক্করকে ভারতের ভিমপুর থানায় সোপর্দ করেছে বিএসএফ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবিকে এ তথ্য জানিয়েছে বিএসএফ। আটককৃত আবু বক্করকে ফেরত প্রদানের বিষয়টি ভারতের প্রচলিত নিয়ম ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সম্পাদন করা হবে বলেও জানায় তারা। গত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছে মহিষ চাড়ানোর সময় তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
জানা যায়, গত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির আওতাধীন দামুড়হুদার ঠাকুরপুর বিওপির ৮৯ নম্বর মেইন পিলারের কাছে মহিষ চাড়ানোর সময় বাংলাদেশী নাগরিক পীরপুর কুল্লাহ গ্রামের মৃত গোপাল মোড়লের ছেলে আবু বক্করকে (৪০) ধরে নিয়ে যায় ১১৩ বিএসএফ’র মালুয়াপাড়া ক্যাম্পের টহল দল। বিষয়টি জানার সাথে সাথে ঠাকুরপুর বিওপি কমান্ডার এবং মুন্সিপুর কোম্পানী কমান্ডার আবু বক্করকে ফেরত নেয়ার জন্য কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জানান। এরই প্রেক্ষিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আটককৃত বাংলাদেশী নাগরিককে ফেরত দেয়ার জন্য বিএসএফ কোম্পানী কমান্ডার এসি কিশোর কুমার রাজপুতকে অনুরোধ করেন বিজিবির মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন। এসি কিশোর কুমার রাজপুত বলেন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে আবু বক্করকে ভারতের নদীয়া জেলার ভিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। ফলে তাকে ফেরত দেয়া সম্ভব না। ভারতের প্রচলিত নিয়ম ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমেই আবু বক্করকে ফেরত দেয়ার কার্যক্রম সম্পাদন করা হবে।