ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার এক বৃদ্ধসহ দেশে করোনায় ১৮ জনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / ১৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার একজনসহ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭৪ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন ল্যাবে ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় দেশে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ২০ লাখ ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১৮ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে ১৭ জনই মারা গেছেন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং একজন বাড়িতে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আক্কেল (৫৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। গতকাল জেলায় নতুন আক্রান্ত হয়েছে আরও দুজন। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২৯ জনে। গতকাল রোববার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্ত দুজনই সদর উপজেলার বাসিন্দা। দামুড়হুদা উপজেলায় নতুন তিনজন সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪১০ জন। এদিকে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধর মৃত্যু হয়। নিহত বৃদ্ধ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ভূমিহীনপাড়ার মৃত আফেল আলির ছেলে ।
জানা যায়, গত ৩১শে আক্টোবর সকালে করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয় আক্কেল। করোনা পরীক্ষার জন্য তার শরীরে থেকে সংগৃহীত নমুনায় পরদিন ১ নভেম্বর করেনা শনাক্ত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে হোম আইসোলেশনে রাখা হয় এবং বাড়িটি লকডাউন করা হয়। গতকাল বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কেলের মৃত্যু হয়। গতকালই বাদ মাগরিব ইসলামী ফাউডেশনের উদ্যোগে জানাজা শেষে কার্পাসডাঙ্গা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
গত রোববার জেলা স্বাস্থ্যবিভাগ করা আক্রান্ত সন্দেহে ১৯টি নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে দুটি নমুনায় করোনা শনাক্ত হয় এবং বাকী ১৬টি নমুনায় ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২১টি ও জীবননগর থেকে ৫টি নমুনাসহ মোট ২৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৪৩৬টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ২০১টি, পজিটিভ ১ হাজার ৫২৯টি, নেগেটিভ ৪ হাজার ৭০৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫২জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৫জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪১জন, এরমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার এক বৃদ্ধসহ দেশে করোনায় ১৮ জনের মৃত্যু

আপলোড টাইম : ০৯:১৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার একজনসহ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭৪ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন ল্যাবে ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় দেশে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ২০ লাখ ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১৮ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে ১৭ জনই মারা গেছেন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং একজন বাড়িতে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আক্কেল (৫৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। গতকাল জেলায় নতুন আক্রান্ত হয়েছে আরও দুজন। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২৯ জনে। গতকাল রোববার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্ত দুজনই সদর উপজেলার বাসিন্দা। দামুড়হুদা উপজেলায় নতুন তিনজন সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪১০ জন। এদিকে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধর মৃত্যু হয়। নিহত বৃদ্ধ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ভূমিহীনপাড়ার মৃত আফেল আলির ছেলে ।
জানা যায়, গত ৩১শে আক্টোবর সকালে করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয় আক্কেল। করোনা পরীক্ষার জন্য তার শরীরে থেকে সংগৃহীত নমুনায় পরদিন ১ নভেম্বর করেনা শনাক্ত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে হোম আইসোলেশনে রাখা হয় এবং বাড়িটি লকডাউন করা হয়। গতকাল বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কেলের মৃত্যু হয়। গতকালই বাদ মাগরিব ইসলামী ফাউডেশনের উদ্যোগে জানাজা শেষে কার্পাসডাঙ্গা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
গত রোববার জেলা স্বাস্থ্যবিভাগ করা আক্রান্ত সন্দেহে ১৯টি নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে দুটি নমুনায় করোনা শনাক্ত হয় এবং বাকী ১৬টি নমুনায় ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২১টি ও জীবননগর থেকে ৫টি নমুনাসহ মোট ২৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৪৩৬টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ২০১টি, পজিটিভ ১ হাজার ৫২৯টি, নেগেটিভ ৪ হাজার ৭০৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫২জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৫জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪১জন, এরমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।