ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান বুলবুলের দাফন সম্পন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৗরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলের দাফন কার্য সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বলদিয়া গ্রাম্য কবরস্থানে তাঁর দ্বিতীয় জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা হাসপাতাল সড়ক সংলগ্ন রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলবুলের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে, গতকাল সকাল ৯টায় রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মোস্তাফিজুর রহমান বুলবুলের প্রথম জানাজা ও বেলা ১১ টায় সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বলদিয়া গ্রাম্য কবরস্থানে তাঁর লাশের দাফন কার্যে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসাদুর জামান লিটু বিশ্বাস, উপ প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, বিজ্ঞান ও প্রযুক্তি বিসয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্য নির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন হেলা, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুর রশিদ, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, টুটুল, টিপুসহ বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারানা আনোয়ার পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান বুলবুলের দাফন সম্পন্ন

আপলোড টাইম : ০৯:৪৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৗরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলের দাফন কার্য সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বলদিয়া গ্রাম্য কবরস্থানে তাঁর দ্বিতীয় জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা হাসপাতাল সড়ক সংলগ্ন রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলবুলের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে, গতকাল সকাল ৯টায় রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মোস্তাফিজুর রহমান বুলবুলের প্রথম জানাজা ও বেলা ১১ টায় সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বলদিয়া গ্রাম্য কবরস্থানে তাঁর লাশের দাফন কার্যে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসাদুর জামান লিটু বিশ্বাস, উপ প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, বিজ্ঞান ও প্রযুক্তি বিসয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্য নির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন হেলা, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুর রশিদ, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, টুটুল, টিপুসহ বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারানা আনোয়ার পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।